সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অরুণাচলে চীনাফৌজকে যো’গ্য জ’বা’ব দেওয়ার বি’ষ’য়ে কি খুশি অরুণাচলবা’সী? তারা কি বলছেন?

গত কয়েকদিন আগেই ভারতের সেনা দের সাথে চিনের লালফৌজের হাতাহাতি বেধেছিল, যার ভিডিও স্যোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তবে এবার চিনের লালফৌজ তেমন একটা কায়দা করতে পারে নি। কারণ ভারতীয় সেনা আগের ঘটনার থেকে শিক্ষা নিয়ে এখন সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত।

অরুণাচলের তাওয়াং সেক্টরে চিনের সেনাকে ভারতীয় সেনা মোক্ষম জবাব দিয়েছেন। আর তারপরেই অরুণাচলের বাসিন্দারা সোচ্চার কন্ঠে জানিয়েছেন ভারতীয় সেনা একেবারে উচিৎ শিক্ষা দিয়েছে চিনের সেনাদের। অরুণাচলের এই কান্ডের পর ভারতীয় সেনার প্রশংসা সর্বত্র। অরুণাচলের বাসিন্দারা জানিয়েছে, ভারতীয় সেনাদের প্রতি সমর্থন সর্বত্র থাকবে।

এর সাথে তারা এটাও বলেছেন, কোনোভাবেই যাতে ভারতীয় সেনাদের অঘটনা না ঘটে এই প্রার্থনাও করবেন। সংবাদ সংস্থা এ এন আই কে জানিয়েছে বাসিন্দারা, ভারতীয় সেনার হাতে চিনের সেনারা মারধর খেয়েছে। এতে আমরা ব্যাপক খুশি। কারণ আমরা সর্বদা ভারতীয় সেনাদের পক্ষেই থাকব কারণ আমরা ভারতবাসী।

আরো খবর: মন্দির চ’ত্ব’রে থেকেই ভিক্ষা করে আ’য়, শে’ষ জীবনে এসে জগন্নাথের উ’দ্দে’শ্যে ১ লক্ষ টা’কা নিবেদন

তারা যে আজকে সুরক্ষিত রয়েছেন এটা কিন্তু শুধু ভারতীয় সেনাদের জন্যই। ৯ ডিসেম্বরে অরুণাচল সীমান্তে হামলা হয়। চিনের তরফ থেকেই হামলা করা হয়। তবে এবার আর চুপ করে থাকেনি ভারতীয় সেনারা। একেবারে মোক্ষম জবাব দিয়েছে তাদের। এই ঘটনার পরেই ভারতীয় রক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতীয় সেনারা সবাই সুরক্ষিত রয়েছে। কারও কোনো গুরুতর চোট লাগে নি।