সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

APY: ২১০ টা’কা জ’মা করে পান প্র’তি মা’সে ৫০০০ টা’কা, জানুন সরকারের এই স্কী’ম স’ম্প’র্কে

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মচারীদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিম অটল পেনশন যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। অটল পেনশন যোজনা সম্প্রতি এক নতুন রেকর্ড গড়েছে। ভারত সরকার দ্বারা সমর্থিত এবং PFRDA (পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি) দ্বারা পরিচালিত এই স্কিম হলো একটি গ্যারান্টিযুক্ত পেনশন স্কিম যা অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষা দেয়।

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে চলতি আর্থিক বছরে ২৮ লক্ষের বেশি নতুন APY অ্যাকাউন্ট খোলা হয়েছে। ৯ মে ২০১৫ সালে এই পেনশন যোজনা চালু করা হয়েছিল। ২৫ শে অগাস্ট ২০২১ পর্যন্ত APY-এ রেজিস্টার্ড অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা ৩.৩০ কোটি ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়সের ব্যক্তিরা পেনশনের জন্য এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারেন।

১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে এই একাউন্টে। পর্ন ইনভেস্টমেন্টে গ্যারান্টেড পেনশন পেতে চাইলে অটল পেনশন যোজনা একটি অন্যতম গুরুত্বপূর্ণ পেনশন প্রকল্প। এর জন্য প্রতি মাসে গ্রাহককে একটি নির্দিষ্ট প্রিমিয়াম দিতে হয়। প্রিমিয়ামের টাকা গ্রাহকের বয়সের উপর নির্ভর করে। নির্দিষ্ট বিনিয়োগ করলে ৬০ বছরের পর থেকে প্রতিমাসে পেনশন বাবদ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে ৫০০০ টাকা পেনশনের জন্য প্রতি মাসে ২১০ টাকা জমা করতে হবে। ত্রৈমাসিক হিসেবে প্রিমিয়াম দিলে ৬২৬ টাকা দিতে হবে এবং ছ’মাসে ১২৩৯ টাকা দিতে হবে। ১০০০ টাকার পেনশনের জন্য ১৮ বছর বয়স থেকে যোজনা শুরু করলে মাসে ৪২ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ৩৫ বছরে এই যোজনায় যুক্ত হলে ৫০০০ টাকার জন্য প্রতি ৬ মাসে ৫৩২৩ টাকা প্রিমিয়াম দিতে হবে। তাহলে ২৫ বছরের জন্য মোট ২.৬৬ লক্ষ টাকা জমা করলে তবে ৬০ বছর বয়সের পর ৫০০০ টাকা পেনশন পাবেন।