সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যে কোন ব্যাংকের ডেবিট কার্ডে ফ্রিতে ৫ লক্ষ টা’কা’র সুবিধা মেলে, এভাবে মিলবে সেই টা’কা

বর্তমানে আমরা লেনদেনের ব্যাপারে সবথেকে ব্যবহার করে থাকি অনলাইন পেমেন্ট এবং অনলাইনে পেমেন্ট যদি করতে হয় তাহলে অবশ্যই প্রয়োজন হয় ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড। অনলাইন পেমেন্টের চাহিদা বর্তমানে এতটাই বেড়ে গেছে যে এটিএম কার্ড এবং ডেবিট কার্ডের চাহিদাও বেড়েছে।

একদিকে যেমন অনলাইন পেমেন্ট করা যায় তেমনি ক্যাশ টাকার প্রয়োজন হলে যে কোন এটিএম এ গিয়ে এটিএম কার্ড মাধ্যমে টাকা তোলা সম্ভব হয়। বর্তমান জীবনে এটিএম কার্ড এবং ডেবিট কার্ড আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা অর্জন করেছে।

তবে আমরা সবাই এটিএম কার্ড ব্যবহার করলেও অনেকেই জানি না যে এটিএম কার্ড একটি নির্দিষ্ট পরিমাণে বীমা পরিষেবা থাকে। এটিএম কার্ড আমাদের যেমন দুঃসময়ের সাহায্য করে তেমনি কিন্তু অনেক সময়েই প্রয়োজন হলে আমাদের সাহায্য করে থাকে। আজ আমরা এই প্রতিবেদনে জানবো এই এটিএম কার্ডের সম্পর্কে নানান বিষয়।

আরো পড়ুন: প্রাণের ভ’য়ে কত দামের বুলেট’প্রু’ফ গাড়ি ব্যবহার করেন ভাইজান?

আমরা অনেকেই জানি না যে এটিএম কার্ডে সুবিধা রয়েছে ৫ লক্ষ টাকার বীমা, যার জন্য এক টাকাও আমাদের খরচ করতে হবে না। এই বীমার সুবিধা তারাই একমাত্র পাবেন যারা কমপক্ষে ৪৫ দিন আগেই এটিএম কার্ড ব্যবহার করেছেন।

তবে বীমার পরিমাণ কত হবে সেটা কিন্তু ব্যক্তির কি ধরনের কার্ড তার ওপরই নির্ভর করবে। ব্যাংকের তরফ থেকে সাধারণ ক্লাসিক, সাধারণ শ্রেণীর কার্ড এবং প্লাটিনাম কার্ড ইস্যু করা হয়।

মাসে সাধারণ এটিএম কার্ডে দেওয়া হয় এক লাখ টাকা এবং ভিসা কার্ডের দেওয়া হয় ১.৪-২ লক্ষ টাকা অন্যদিকে প্লাটিনাম কার্ড থেকে ৫ লক্ষ টাকা বীমা পাওয়ার সুবিধা।

এছাড়াও জন ধন যোজনার একাউন্টে রুপে কার্ডে পাওয়া যায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার বীমা কভারেজ। কার্ড ব্যবহারকারীর মৃত্যু হলে বীমার টাকা পেতে পারেন নমিনি।

নমিনি পাবে প্রায় ১ থেকে ৫ লক্ষ টাকার বীমা। এছাড়া যদি কোন এটিএম ব্যবহারকারীর পা বাদ যায় তাহলে পাবে ৫০,০০০ টাকার বীমা অন্যদিকে দুটি অঙ্গ বাদ গেলে পাওয়া যাবে এক লক্ষ টাকার বীমা।,