সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সারেগামাপা ২০২১-র বি’জ’য়ী আলিপুরদুয়ারের নীলাঞ্জনা উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট ক’র’লো?

সম্প্রতি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এই বছর ছেলেদের পাসের হার সর্বোচ্চ। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন একজন ছাত্রী। নীলাঞ্জনা রায় সারেগামাপা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন।

গানের রিয়েলিটি শো-র ২০২১র সিজনে ১৯ বছর বয়সেই ট্রফি হাতে ওঠে নীলাঞ্জনার হাতে। আলিপুরদুয়ার নিবাসী নীলাঞ্জনা রিয়েলিটি শো জেতা, নানা শো, রেকর্ডিংয়ের মাঝেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।

এবার সোশ্যাল মিডিয়ায় সকল অনুরাগীদের সঙ্গে রেজাল্ট ভাগ করে নিলেন। সঙ্গে যে উষ্ণ শুভেচ্ছা তিনি সকলের থেকে পেয়েছেন, তার জন্য ধন্যবাদও জানালেন।

আরো পড়ুন: অ’পে’ক্ষা’র অবসান, কবে থেকে কলকাতায় বর্ষা শুরু হ’বে জানিয়ে দিলো হাওয়া অফিস

নীলাঞ্জনা ৯০.০১ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেন। তিনি মোট ৪৩৮ পেয়ে A+ পেয়েছেন।সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা রেজাল্টের ছবি শেয়ার করে লিখেন, এটা সম্ভব হয়েছে মানুষের ভালোবাসা আর উৎসাহ পেয়ে।

সারেগামাপা ২০২২-এর পর যখন হিমশিম খাচ্ছিলেন পড়াশোনা নিয়ে; তখন মানুষই পাশে দাঁড়িয়েছিলেন। খুব কম সময় পেয়েছিলেন প্রস্তুতির জন্য।তার সকল শিক্ষক, তার মা-বাবা, তার গুরু, তার দর্শকদের ধন্যবাদ জানাতে চান। সবশেষে লেখেন, “আমার গান শুনুন, আমার পাশে থাকুন।”