সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’পে’ক্ষা’র অবসান, কবে থেকে কলকাতায় বর্ষা শুরু হ’বে জানিয়ে দিলো হাওয়া অফিস

উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকেনি। তবে দক্ষিণবঙ্গ নিয়ে আসার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।১১ জুন কলকাতায় বর্ষা আসার স্বাভাবিক দিন ।

কিন্তু এখনও মহানগরের আকাশে বাদলের বারিধারা ঝরেনি। কলকাতাবাসী গরমের গা-জ্বালানি ভাব থেকে রেহাই পাচ্ছেন না। এই প্রেক্ষাপটে কবে বর্ষা আসবে, কার্যত সেই অপেক্ষায় চাতক পাখির মতো বসে রয়েছে কলকাতা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দুই-তিন দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার আগমনের পথ ধীরে ধীরে সুগম হবে। ১৪ থেকে ১৬ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে।

আরো পড়ুন: OMG: পাকস্থলী থেকে ফুসফুস-লিভার সবই উল্টো’দি’কে! এই ব্যক্তি বেঁ’চে আছেন কিভাবে?

শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও পুরোপুরি স্বস্তি মিলবে না।

দক্ষিণবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপর দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি কমতে পারে।