সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বয়ফ্রেন্ডের আ’চ’র’ণে ক্ষু’দ্ধ? আজকেই এই পদক্ষেপ নিন

আমাদের প্রত্যেকের জীবনেই জীবনসঙ্গী একটা গুরুটপূর্ণ মানুষ বলেই মনে করা হয়। আর এই মানুষটি যদি সঠিক না হয় তাহলে জীবনে আর যাই হোক শান্তি থাকে না। ফলে জীবনটাই বিষাক্ত হয়ে যায়। তবে যখন আপনি দেখবেন আপনার সঙ্গী দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বা আপনাকে যথার্থ সন্মান দিচ্ছে না তখন কি করবেন সেটা বোঝা বা জানা খুব জরুরী। অনেকেই মুখ বুজে থাকেন। সহ্য করে নেন। কিন্তু সেটা হবে আপনার চূড়ান্ত ভুল। সে আপনাকে দুর্বল ভাবতে শুরু করে দেবে। তাই জেনে নিন কি করবেন আপনি যখন দেখবেন নিজের পছন্দের মানুষ আর পছন্দের নেই।

১.সঙ্গীকে বোঝাতে হবে :- প্রথমেই আপনার সঙ্গীকে বোঝাতে হবে। তাঁকে এটা বোঝানোর চেষ্টা করতে হবে যে সে যেটা আপনার সাথে করছে সেটা মোটেই উচিত করছে না। এটা অনেক সমস্যা তৈরি করছে আপনার। সে যে কারণে রেগে যাচ্ছে বা চেঁচামেচি করছে কেনো করছে আগে নিজে বুঝুন এবং তারপরে তাকে বোঝানোর চেষ্টা করুন যে সে যা ভাবছে সেটা ভুল। অনেক সময় এভাবেও অনেক কঠিন সমস্যা সমাধান হয়ে যায়।

২. বেশি পাত্তা দেওয়া বন্ধ করুন :- যখন আপনি দেখবেন সে তাঁর ইচ্ছে মত আপনাকে যাতা শুনিয়ে দিচ্ছে তাকে বেশি পাত্তা দেবেন না। যত খারাপ কথাই সে বলুক না কেন চুপ থাকুন। কারণ তাকে বুঝতে দিন তার কোনো কথাই আপনার ওপর প্রভাব ফেলতে পারছে না, সে বৃথাই চেষ্টা করছে। কারণ আপনি যদি তার করা ভুল গুলোই আবারও করতে যান তাহলে অশান্তি বাড়বে বৈ কমবে না।

আরো পড়ুন: এবার থে’কে Miss Universe প্রতিযোগিতায় Mrs. ও মায়েরাও অংশগ্রহণ করতে পারবে

৩. ওনাকে সহ্য করা বন্ধ করুন :- এরকম অনেক সময়ই হয় আমাদের কেউ খারাপ কথা বলছে বলে শুনে নিচ্ছি আমরা। কিন্তু কোনো মানুষ যদি সেটাকে আমাদের দুর্বলতা ভেবে নেয় তখন প্রতিবাদ অবশ্যই করা উচিত। সে আপনাকে চিৎকার করে কথা বলতে পারলে আপনিও গর্জে উঠুন।মনে রাখবেন, আপনি চুপ থাকলে তিনি আরও খেলার জায়গা পেয়ে যাবেন। তিনি মনে করবেন যে এমনটা সহজেই করা যায়। আর আপনি হতে থাকবেন সমস্যার শিকার। তাই এই ভুলটা একবারেই করা যাবে না। বরং আপনার মাথায় রাখা উচিত যে এক্ষেত্রে কিছু জিনিস সহ্য করতে শুরু করলে একসময় তা খারাপ দিকে মোড় নেবে। তাই গর্জে উঠুন আর বুঝিয়ে দিন আপনি দুর্বল নন।

৪. সহানুভূতি খোঁজা আর নয় :- বার বার নিজে সরি বলা বা সহানুভূতি খোঁজার চেষ্টা করলে আপনার সঙ্গী আপনাকে ছোটো ভাবতে পারে তাই সেটা করা একেবারেই বন্ধ করে দিন। তিনি আপনাকে দুর্বল ভাবতে পারে তাই এটা একেবারেই করতে যাবেন না।

৫. বেরিয়ে যান এই সম্পর্ক থেকে :- চাইলে কাউন্সিলিং করতে পারেন। কাউ্সিলারদের কাছথেকে পরামর্শ নিন। এরপরও যদি মানুষটি না শোধরায় তখন অন্য পথ দেখতে হবে। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা ঠিক হচ্ছে না। যখন দেখবেন তাকে বুঝিয়ে, এড়িয়ে গিয়ে ও সমস্যা গুলোর সমাধান করতে পারছেন না তখন মিথ্যে মায়ায় জড়িয়ে থাকবেন না। কারণ যে সঙ্গী আপনাকে বুঝবে না, যথার্থ সন্মান দিতে পারবে না তার সাথে আপনি কিছুদিন অ্যাডজাস্ট করতে পারলেও সারাজীবন পারবেন না। তাই বেরিয়ে যাওয়া অনেক ভালো। এতে নিজে ভালো থাকবেন সেও ভালো থাকবে।