সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থে’কে Miss Universe প্রতিযোগিতায় Mrs. ও মায়েরাও অংশগ্রহণ করতে পারবে

“মিস ইউনিভার্স” সারা পৃথিবীর প্রায় সমস্ত মেয়ের কাছেই একটা ড্রিম আওয়ার্ড। সকলেই পেতে চায় এই সন্মান। অনেকই তাই অংশগ্রহণ করে এই শো – অনেকেই আবার ইচ্ছে থাকলেও যেতে পারে না। যেমন – বিবাহিত মহিলারা বা যারা বাচ্চার মা হয়ে গিয়েছেন তারা। ফলে তাদের অপূর্ণ ইচ্ছে থেকেই যায়। আর এই বিষয়ের কথা মাথায় রেখেই এই বছর থেকে শুরু করা হলো নতুন নিয়ম। বলা হয়েছে বিবাহিত মেয়েরা তো বটেই, মায়েরাও এবার অংশ নিতে পারবেন এই সৌন্দর্য প্রতিযোগিতায়।

এমনই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হল আয়োজকদের তরফ থেকে। আগে “মিস ইউনিভার্স” প্রতিযোগীদের জন্য অন্যরকম নিয়ম ছিল। আগে শুধু অবিবাহিত মেয়েরাই শুধু এই শোতে অংশগ্রহণ করতে পারতো। এমনকি এক বছর যাঁরা এই সম্মানের অধিকারী থাকতেন, তাঁরা সেই এক বছরের মধ্যে বিয়েও করতে পারতেন না। সন্তানের জন্ম দেওয়ার তো কোনও সুযোগই ছিল না। আর এই নিয়ম ভঙ্গ করলে তাঁর কাছ থেকে বিশ্ব সুন্দরীর খেতাবটি কেড়ে নেওয়া হতো।

কিন্তু সেসব এখন আর নয় এখন সকলেই অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছে এই অনুষ্ঠানের আয়োজক কমিটি থেকে।
কিন্তু প্রশ্ন থেকেই যায় এরকম পরিবর্তন ঘটলো কি করে? জানা গেছে এই নিয়ম করার পিছনে ভূমিকা রয়েছে মেক্সিকো আনদ্রেয়া মেজারের। ২০২০ সালে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার বিজয়ী তিনি। তিনিই এই আয়োজক সংগঠনের কাছে আবেদন রাখে যে এই নিয়ম গুলো বদলের দরকার আছে। তিনি মনে করেন, এই নিয়মগুলি পুরোপুরি ‘অবাস্তব’।

আরো পড়ুন: অতিরিক্ত হিং’স্র স্বভাব ও মানুষ হ’ত্যা’র কারণে বাঘকে যাবজ্জীবন “খাঁচা দ’ণ্ড” জাতীয় উদ্যান কর্তৃপক্ষের

সংবাদমাধ্যমকে মেজা জানান, ‘সমাজ বদলাচ্ছে। নারীরাও এমন নেতৃত্বের জায়গায় এগিয়ে আসছেন, যেগুলি আগে শুধু পুরুষদেরই অধিকারে ছিল। সেক্ষেত্রে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার নিয়ম একেবারেই সমাজ বদলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ তাই অবিলম্বে এই নিয়মের পরিবর্তন হওয়া উচিত। আর শেষ অব্দি তাঁর কথা মান্যতা পেয়েছে। নিয়ম বদল হয়েছে তাই মেক্সিকোর এই মডেল খুব খুশি বলেই জানিয়েছেন তিনি।

অতএব বলাই যায় ২০২৩ সাল থেকে এই নতুন নিয়ম শুরু হলো। যেখানে সকল নারী ই অংশগ্রহণ করতে পারবে এই শো – তে। এছাড়াও এখন থেকে একটি নারী সে বিবাহিত নাকি অবিবাহিত, সন্তান আছে নাকি নেই— গোছের প্রশ্নের আর কোনও গুরুত্ব থাকবে না এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে।

জানা যাচ্ছে, ২০২৩ সালের ‘ মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার আসর বসছে মাদাগাস্কর ও রোমানিয়ায়। সেখানেই এই বদল দেখা যাবে। ১৬০টির বেশি দেশের প্রতিযোগীদের নিয়ে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন হয়। এবার সেই মঞ্চ সাজবে নতুন আঙ্গিকে, পুরনো নিয়মগুলি বদলে নতুন নিয়মে মিস ও মিসেসদের সেজে উঠবে মঞ্চ। ফলে এবারের প্রতিযোগিতা আরো বেশী আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করা হচ্ছে।