সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Flipkart-এ বি’ক্রি শু’রু হলো Infinix Hot-12, মিলতে পা’রে ৭৪৯ টা’কা’য়

আজকাল সবাই একটা অল্প বাজেটের মধ্যে আকর্ষণীয় ফীচার ও ক্যামেরা কোয়ালিটির ফোন সকলেই খুঁজে চলছে। ভালো করে গেম খেলা যাবে রিলস বানানো যাবে এসবের জন্য সবাই একটা ভালো ফোন কিনতে চায় অথচ সাধ্যের মধ্যে। আর সেই সব গ্রাহকদের জন্য একটা দারুন সুখবর আসতে চলেছে। বলা ভালো এসে গিয়েছে। গত সপ্তাহে লঞ্চ হয়েছে Infinix Hot 12। মঙ্গলবার ভারতে এই ফোন বিক্রি শুরু হল। 23 অগাস্ট দুপুর 12টা থেকে এই ফোন বিক্রি শুরু হবে। আর ফ্লিপকার্ট থেকেই অতি সহজে পাওয়া যাবে এই ফোন। এই ফোনের মধ্যে যা ফিচারস রয়েছে তাতে সকলের পছন্দ তো হবেই। তার সাথে ফ্লিপকার্ট দিচ্ছে নানা আকর্ষণীয় অফার।

প্রথমেই বলা যাক দাম নিয়ে, এই ফোনের দাম 10000 এরও কম। Ei Infinix Hot 12 কিনতে খরচ হবে 9,499 টাকা মাত্র। এর সাথে ফ্লিপকার্ট থেকেও কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন ফ্লিপকার্ট অক্সিক্স ব্যাংক কার্ডের মাধ্যমে এই ফোন অর্ডার করলে মিলবে 5 শতাংশ ক্যাশব্যাক। Infinix Hot 12 -এর সঙ্গে গুগল নেস্ট হাব কিনলে মাত্র 4,999 টাকা খরচ হবে। এছাড়াও গুগল নেষ্ট মিনি কিনতে খরচ হবে মাত্র 1,999 টাকা। এছাড়াও সেই গ্রাহক যদি এসবিআই ব্যাংকের গ্রাহক হোন তাহলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলা হচ্ছে।

লঞ্চ অফারের সময় এই ফোন কিনলে দা বিগ বিলিয়ন ডে সেল ২০২২ সেলের জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক পেয়ে যাবে। মাত্র 330 টাকার মাসিক কিস্তিতে পাওয়া যাবে এই বাজেট স্মার্টফোন। শুধু তাই নয় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত 8,750 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে ফোনের মডেল ও অবস্থার উপরে এই দাম ঠিক করবে ফ্লিপকার্ট। মাক্সিমাম 8,750 টাকা ছাড় পেলে মাত্র 749 টাকা খরচ করেই পকেটে ভরতে পারবেন এই স্মার্টফোন।

আরো পড়ুন: উত্তরবঙ্গের আবহাওয়া পর্যটকদের চি’ন্তা বা’ড়া’চ্ছে, ব’ড়ো আপডেট দি’লো হাওয়া অফিস

একটা ফোনে ক্যামেরা কত ভালো আমরা সেদিকে বেশি নজর দি। তো এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। থাকছে 50 MP প্রাইমারি ক্যামেরা। এছাড়াও পাবেন 2 MP ডেপ্ত সেন্সর ও একটি AI সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8 MP ক্যামেরা। রিয়ার ক্যামেরায় 4টি LED ফ্ল্যাশ ও সেলফি ক্যামেরায় 2টি LED ফ্ল্যাশ ব্যবহার করেছে।
এবার অপারেটিং সিস্টেম কি থাকছে জেনে নেওয়া যাক।

Infinix Hot 12 – আনরয়েড 11 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির XOS 10 স্কিন। এই ফোনে 6.82 ইঞ্চি HD+ ডিসপ্লে দিয়েছে স্যামসাং। থাকছে অক্টা কোর MediaTek Helio G37 চিপসেট, 4 GB RAM ও 64 GB ইন্টারনাল স্টোরেজ। ভার্চুয়াল RAM -এর মাধ্যমে অতিরিক্ত 3 GB মেমোরি ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে ব্যবহার করা যাবে। থাকছে ডুয়েল সিম।

Infinix hot 12 ফোনের ভিতরে থাকছে 6,000 mAh ব্যাটারি। সঙ্গে পাবেন 18 W ফাস্ট চার্জ সাপোর্ট। তবে আরো একটি আকর্ষণীয় সুযোগ যেটা রয়েছে সেটা হলো এই ফোনে microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানো যাবে (আরও 256 GB)। কানেক্টিভিটির জন্য রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।