সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর মা’ত্র কয়েকটি বছর! দেশে পুরুষদের ছা’পি’য়ে যাবেন মহিলারা, কিন্তু কিভাবে?

মাঝে আর মাত্র কয়েকটি বছরের অপেক্ষা। এরপরই ভারতীয় পুরুষদের ছাপিয়ে যেতে চলেছেন মহিলারা। সোমবার সংসদে বিদায়ী অর্থবছরে ইকোনমিক সার্ভের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। ব্রিফ লাইফ টেবিল 2014-2018 শীর্ষক একটি রিপোর্ট সম্প্রতি সংসদে পেশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 2014 থেকে 18 সাল পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষের গড় আয়ু ওই রিপোর্ট পেশ করা হয়েছে।

এই রিপোর্ট থেকে জানা গেল একটি চমকপ্রদ তথ্য। রিপোর্টে দেখা যাচ্ছে একজন পুরুষ 68.2 বছর বাঁচলে একজন মহিলা 70.7 বছর বেঁচেছেন। 2013 থেকে 17 অর্থবছরের তুলনায় 2014 থেকে 18 অর্থবছরে মহিলাদের জীবনকাল অনেক বেড়েছে। দেশের বেশিরভাগ শহর এবং গ্রামে এই দৃশ্য দেখা গিয়েছে। বিহার এবং ঝাড়খন্ড অবশ্য ব্যতিক্রম।

2013-17 অর্থবছরের তুলনায় 2014 আঠারোতে গড়ে 0.4 বছর গড় আয়ুর পরিমাণ বেড়েছে। 2014 থেকে 18 তে ভারতীয়দের গড় আয়ু ছিল 69.4 বছর। যদিও রাজ্য বিশেষে অবশ্য তা বদলে গিয়েছে। আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা রিপোর্ট দেখা যাচ্ছে। এর মধ্যে সবথেকে কম গড় আয়ু রয়েছে ছত্রিশগড়ের বাসিন্দাদের মধ্যে। সেখানে গড় আয়ু 65.2 বছর।

সবথেকে বেশি গড় আয়ু রয়েছে 75.3 বছর মা কেরল এবং দিল্লিবাসীদের মধ্যে দেখা দিয়েছে। গ্রামবাসীদের তুলনায় শহরবাসীদের গড় আয়ু বেশি।