সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভুয়ো রেশন কা’র্ড ব্ল’ক করে রেশন ব্যবস্থা ঢে’লে সা’জা’তে তৎপর রাজ্য খাদ্য দ’প্ত’র

খাদ্য দফতর ভুয়ো রেশন কার্ড ব্লক করা শুরু করল। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কার্ডগুলি ব্লক করা না হলে সরকারি ভর্তুকিতে সরবরাহ করা খাদ্যশস্যের একটা বড় অংশ বাইরে পাচার হয়ে যেত। জলে যেত সরকারের বিপুল অর্থ।

তাই তারা দ্রুত এ বিষয়ে পদক্ষপ করা শুরু করেছে। কার্ডগুলিকে দফতরের পোর্টালে লাল রঙে চিহ্নিত করে ব্লক করা হয়েছে। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ওই কার্ড দেখিয়ে রেশন দোকান থেকে খাদ্য সংগ্রহ করা যাবে না। সূত্রের খবর, প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরেছে খাদ্য দফতর। আর তার ফলে রাজ্য সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে বছরে প্রায় ১৮০০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের ভুয়ো কার্ডের কথা জানাতে পেরেই নড়েচড়ে বসেছিল খাদ্য দফতর।

তার পরেই কার্ড ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মার্চের মধ্যেই সব ভুয়ো কার্ড ব্লক করবে রাজ্য সরকার। ইতিমধ্যেই অস্তিত্বহীন, মৃত এবং নকল মিলিয়ে ৯৩ লক্ষেরও বেশি ডিজিটাল রেশন কার্ড ব্লক করা হয়েছে। ফলে প্রতি মাসে খাদ্যশস্য খাতে সরকারের সাশ্রয় হচ্ছে ৯০ কোটি টাকারও বেশি। আগামী মার্চ মাসের মধ্যে সব ভুয়ো রেশন কার্ড ব্লক করা হলে সাশ্রয় আরও বেশি পরিমাণ হবে বলেই মনে করছেন খাদ্য দফতরের কর্তারা।