সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এতদিন কিছু না বললেও এবার অগ্নিপথ নি’য়ে প্রথম মু’খ খুললেন অজিত দোভাল

অগ্নিপথ ঘোষণা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে রীতিমতো তান্ডব বিক্ষোভ শুরু হয়েছে, এবার এই বিষয় নিয়ে প্রথমবার মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি মনে করেন ভারতের আশেপাশের পরিস্হিতি বদলাচ্ছে, তাই ভারতীয় সেনাতেও পরিবর্তন জরুরি।

এই অগ্নিপথ প্রকল্প একটি সময়োপযোগী বলেই তিনি মনে করেন। তিনি মনে করেন দেশের আশেপাশের পরিস্হিতি আর আগের মতো নেই, তাই সেনাবাহিনীর মধ্যেও বদল দরকার। এই প্রকল্প কোনো স্বতন্ত্র স্কিম নয়। যখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেছেন ভারতকে নিরাপদ ও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য।

আমাদের বদল ঘটানো প্রয়োজন সমস্ত ক্ষেত্রেই, আমরা গতকাল যা করেছি সেটাই যদী আজও করি তাহলে আমরা সুরক্ষিত নাও থাকতে পারি। তাই সময়ের সাথে সাথে যুক্ত আমাদের পরিবর্তন করাটা আবশ্যক।

যুদ্ধের ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তন এসেছে , আমরা এখন এমন একটা পথে এগিয়ে যাচ্ছি যেখানে কোনো নির্দিষ্ট শত্রু নেই, একেবারে এক যোগাযোগহীন যুদ্ধের দিকে এগোচ্ছি আমরা।

আরো পড়ুন: দুজনকেই প্র’চ’ন্ড ভালোবাসি, একই সময়ে দুজনের সিঁথিতেই সিঁদুর প’রি’য়ে দিলেন যুবক

এখন অস্ত্র কম প্রযুক্তি বেশী ব্যবহার হচ্ছে।তাই আগামী দিনের জন্য আমরা যদি এখন থেকেই প্রস্তুতি না নেই, তাহলে ক্ষতিটা আমাদের। এই সময়ে মোট চারটি পরিবর্তন প্রয়োজন।এরজন্য সিস্টেম পরিকাঠামো ও প্রযুক্তি পরিবর্তন প্রয়োজন।সাথে অবশ্যই জনবল, নীতির ক্ষেত্রেও পরিবর্তন প্রয়োজন।

অগ্নিপথের ক্ষেত্রে কখনই অগ্নিবীরেরা পূর্ণ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হবে না, তবে যারা অন্তর্ভুক্ত হতে চায় তাদের নিয়ম করে প্রশিক্ষণ দেওয়া হবে।রেজিমেন্টাল সিস্টেমে কোনো পরিবর্তন হবে না, সময়ের সাথে সাথে যারা অভিজ্ঞতা অর্জন করবে তারা সহজেই এগিয়ে যেতে পারবে।