সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গলে এলিয়েন না দেখা গেলেও মিলেছে জলের অ’স্তি’ত্ব, দা’বি বিজ্ঞানীদের, জানুন বিস্তারিত

মঙ্গল গ্রহে জলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এমনটাই দাবি করছে ইউরোপিয়ান মহাকাশ সংস্থা। বিজ্ঞানীদের দাবি মঙ্গলে বেশ অনেকটা পরিমাণে জল পাওয়া গিয়েছে। মঙ্গলে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে। মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন ভ্যালিস মেরিনেরিস এ জলের সন্ধান পাওয়া গিয়েছে। 2016 সালে মঙ্গলে ইউরোপীয় স্পেস এজেন্সি এবং রোসকসমস যৌথভাবে দ্য এক্সোমাস স্ট্রেস গ্যাস অরবিটর মিশন চালু করেছিল।

এই অরবিটারের ফাইন রেজোলিউশন এপিডারমাল নিউট্রন ডিটেক্টরের মাধ্যমে জলের সন্ধান মিলেছে। মঙ্গলের পৃষ্ঠের 1 মিটার গভীরে মাটির হাইড্রোজেন ম্যাপিং করতে সক্ষম এই ডিটেক্টর। 2018 সালের মে থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই পর্যবেক্ষণ চালানো হয়েছে।

বুধবার আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা আইকারাসে এই গবেষণা পত্রটি প্রকাশ করা হয়েছে। এই জার্নালে নতুন জলের সন্ধান আবিষ্কারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। ভ্যালিস মেরিনারিস গিরিখাত মঙ্গল গ্রহের বিষুবরেখার ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। সেখানকার তাপমাত্রা সাধারণত জল বরফ হয়ে থাকার মতো যথেষ্ট ঠান্ডা নয় বলে জানানো হয়েছে।

রাশিয়ান অ্যাক্যাডেমি অফ সাইন্সেসের স্পেস রিসার্চ ইনস্টিটিউটের পদার্থবিজ্ঞানী অ্যালেক্সেই মালাকভ জানিয়েছেন মঙ্গল গ্রহের এই গিরিখাতের নিচের মধ্যাঞ্চল জলে ভরে রয়েছে। যতটা আশা করা হয়েছিল তার থেকেও বেশি জল রয়েছে এখানে। পৃথিবীতেও এমন ওয়াটার আইস রয়েছে শুকনো মাটির নিচে। জানিয়েছেন বিজ্ঞানীরা।