সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কংগ্রেস যদি বিজেপিকে হা’রা’তে না পা’রে তবে পদত্যাগ ক’র’তে হ’বে পি চিদম্বরমকে: অভিষেক ব্যানার্জি

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার গোয়া সফরে গিয়ে কংগ্রেসকে একহাত নিলেন। রীতিমতো চ্যালেঞ্জের সুরে বললেন, ‘কংগ্রেস যদি বিজেপিকে হারাতে না পারে, তাহলে পদত্যাগ করতে হবে চিদম্বমরকে ‘।

আর বেশি দেরি নেই, ফ্রেরুয়ারিতেই বিধানসভা ভোট গোয়ায়। তখনও গোয়া সফরে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ও আপকে নিশানা করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি আবার গোয়ায় দলের পর্যবেক্ষকও বটে। কোনওরকম রাখঢাক না রেখেই চিদম্বরম বলেন, ‘আমার ব্যাখ্যা হচ্ছে আপ ও তৃণমূল অবিজেপি ভোট ভাগ করবে শুধুমাত্র। তা নিশ্চিত করেছেন অরবিন্দ কেজরিওয়াল। গোয়ায় লড়াই কংগ্রেস ও বিজেপি মধ্য়ে’।

তাঁর আরও বক্তব্য, ‘যাঁরা শাসনের পরিবর্তন চান, তাঁরা কংগ্রসকে ভোটে দেবেন। যাঁরা চান এই শাসন ব্যবস্থাই চলুক, তাঁরা বিজেপিকে ভোট দেবেন। গোয়ার ভোটারদের সামনে পছন্দ স্পষ্ট। আমি গোয়ার ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে, তাঁরা শাসক পরিবর্তনের পক্ষে কংগ্রেসকে ভোট দিন’।

অভিষেক ৩ দিনের সফরে গোয়ায় গিয়েছেন। এদিন পানাজিতে সাংবাদিক সম্মেলনে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘গোয়ায় বিরোধী ভোট ভাগ করতে আসেনি তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়ছে তৃণমূলই। এখানে ইগোর কোনও ব্যাপার নেই। গোয়ার মানুষকে ভুল বার্তা দিচ্ছে কংগ্রেস। ভুল বার্তা দিয়েছেন চিদম্বরম, মিথ্যা কথা বলছেন’।