সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার পাড়ার রেশন দোকানেই আ’বে’দ’ন করতে পারবেন পাসপোর্ট-প্যান কা’র্ডে’র জন্য, হবে টা’কা জমা

এবার থেকে রেশনের দোকানে একাধিক পরিষেবা পেতে পারেন গ্রাহক। কেন্দ্রীয় সরকার তরফ থেকে সাধারণ মানুষের কথা ভেবে এমনই এক নতুন সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে রেশন দোকানকে কমেন্ট সার্ভিস সেন্টারে পরিণত করার বিবেচনা করছে কেন্দ্র। সিএসসি ই-গউর্নেন্স সার্ভিস লিমিটেড এর সঙ্গে সমঝোতা করা হচ্ছে এর জন্য। যার ফলে রেশনের দোকানের রোজগার বাড়বে।

রেশনের দোকানে এবার থেকে রেশন নেওয়ার পাশাপাশি প্যান কার্ড, পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। একইসঙ্গে বিদ্যুতের বিল ও জলের বিলের টাকাও দিতে পারবেন। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে তরফ থেকে জানানো হয়েছে ইচ্ছুক ডিলারদের মাধ্যমে সিএসসি সব রেশন দোকানেই নতুন পরিষেবা চালু করা যাবে। এতে রোজগার বাড়বে।

সিএসসি কেন্দ্রকে সুবিধা মত সেবা চয়ন করার সুযোগ দেবে। প্যান কার্ড পাসপোর্ট এর পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে সংযুক্ত পরিষেবাও এবার থেকে রেশন দোকানেই মিলবে। কেন্দ্রীয় সচিব জ্যোৎস্না গুপ্ত জানিয়েছেন এই পরিকল্পনায় সবুজ সঙ্কেত দিয়েছে উপর মহল। যদি এই পরিষেবা কার্যকর হয় তাহলে এই পরিষেবার আওতায় সমগ্র দেশের প্রায় ৮০ কোটি মানুষ উপকৃত হবেন।