সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গত মাসেই বি’য়ে হয়েছিলো, কাশ্মীরে স’ন্ত্রা’সী হা’ম’লা’য় প্রা’ণ হা’রা’লে’ন বাংলার জওয়ান

গতকাল শুক্রবার সকালে কাশ্মীরের রাজৌরিতে জঙ্গী হামলায় শহীদ হয় ৫ জন সেনা জওয়ান। রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গীদের হামলায় শহীদ হয় ৫ জন সেনা জওয়ান। আর সেই ৫ জনের মধ্যে ছিল বাংলার ১ জন সেনা, যার ঠিকানা দার্জিলিং এর বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী।

জানা গেছে গতমাসেই তিনি বিয়ে করেছিলেন, আর তারপরে আবার তিনি কাজে যোগদান করেন। তার বয়স ছিল ২৫ বছর, তিনি প্যারা এস এফে নিযুক্ত ছিলেন। জঙ্গীদের খতম করার উদ্দেশ্যেই জওয়ানরা তাদের আক্রমন করে। কিন্তু দুইপক্ষের এনকাউন্টারের মধ্যেই আই ইডি বিস্ফোরণে শহীদ হয় ৫ জওয়ান।

চলতি মাসে জঙ্গী ও সেনা জওয়ানদের সংঘর্ষ লেগেই রয়েছে। গত ২০ এপ্রিল জঙ্গীরা পুঞ্চে হামলা চালায় সেনাদের গাড়িতে। এবার সেই জঙ্গী সংগঠনই নাকি গতকাল রাজৌরিতে বোমা হামলা চালায় বলে খবর।

আরো খবর: ঘূর্ণিঝড় “মোকা” কোথায় ল্যান্ডফল করবে? বাংলায় কতটা প্র’ভা’ব পড়বে?

গত ২০ এপ্রিল যে জঙ্গী হামল আহয়, তার নেপথ্যেই সেনারা অভিযানে নামে। তাদের কাছে তথ্য আসে যে, রাজৌরিতে কোনো এক গুহাতে লুকিয়ে রয়েছে জঙ্গীরা। আর সেই এলাকা খুজে বের করে ঘিরে ফেলে সেনারা।

ঘন জঙ্গল, পাহাড়ে ঘেরা এলাকায় জঙ্গীদের খতম করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। সেই সময়েই বোমা বিস্ফোরণে দুই সেনার মৃত্যু হয়। সাথে ৩ জন গুরুতর ভাবে জখম হয়। কিন্তু তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। যার মধ্যেই ছিল সিদ্ধান্ত ছেত্রী।।