সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“সব দু’র্নী’তিগ্রস্তরা এবার ভ্র’ষ্টা’চা’রী বাঁ’চা’ও অভিযানের মঞ্চে”, খোঁ’চা প্রধানমন্ত্রীর

দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে রেসিডেনশিয়াল কমপ্লেক্স ও অডিটোরিয়ামের একাংশের উদ্বোধন করতে গিয়েছিল দেশের প্রধানমন্ত্রী মোদী। সেই অনুষ্ঠান থেকেই দুর্নীতিগ্রস্ত নেতা ও এজেন্সিগুলিকে আক্রমণ করেন তিনি।মোদী বলেন,”দেশের সমস্ত দুর্নীতিগ্রস্তরা একসাথে ‘ভ্রষ্টাটারী বাঁচাও অভিযান’-এ নেমেছে।”

একদিকে কিছুদিন পরেই কর্ণাটক বিধানসভা ভোট,অন্যদিকে বছর ঘুরলেই ২০২৪ লোকসভা ভোট। তাই নিজেদের ঘাঁটি মজবুত করতে বিরোধীদের একহাত নিলেন নরেন্দ্র মোদী। তিনি বলছেন, ” ভারত বর্তমানে একটা বড় কিছুর দ্বারপ্রান্তে উপস্থিত, তাই এটাই স্বাভাবিক যে আমাদের দেশেকে রুখতে ভিতরে ও বাইরে ভারতবিরোধী শক্তিগুলো একত্রিত হবে।”

রাহুল গান্ধী ইস্যুতে তিনি বলেন যে,” যখন দেশের আদালত কোনও রায় দেয়, তখন আদালতকেও ছাড় দেওয়া হয় না, প্রশ্ন করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে, কিছু পার্টি ভ্রষ্টাচারী বাঁচাও অভিযানে এক মঞ্চের সামিল হচ্ছেন’।

আরো খবর: গোটা শহর জুড়ে ল’ক’ডা’উ’ন, বন্দুকের গু’লি হা’রি’য়ে যেতেই এমন সি’দ্ধা’ন্ত কিম জং উনের

উল্লেখ্য, সম্প্রতি রাহুল গান্ধীর বিরুদ্ধে এক মানহানির মামলায় সুরাট কোর্ট তাকে ২ বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় এবং সাংসদ পদও খারিজ হয়ে যায়।

এই ইস্যুতে নরেন্দ্র মোদী বলছেন, ‘আমি যেখানেই যাইনা কেনো, মানুষ সবসময় আমাকে বলেন, মোদীজি আপনি থেমে যাবেন না। আমরা সবসময় আপনার পাশে আছি … আমরা যদি এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারি তাহলে ওই মানুষগুলি ভেঙে পড়বে।