সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিকিমের পর পুদুচেরিতে জা’রি নি’র্দে’শি’কা, কো’ভি’ডে আ’ক্রা’ন্তে’র সংখ্যা বাড়তেই মাস্ক বাধ্যতামূলক

লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে করো না এই অবস্থায় মাস্ক নিয়ে নতুন এডভাইজারি জারি করা হয়েছে পুদুচেরিতে। এই কেন্দ্রশাসিত অঞ্চলে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। আবারও উর্ধ্বমুখী করোনা হওয়ায় এই প্রসঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী মনসুক মান্ডব্য। পর্যালোচনা বৈঠকের আগেই নতুন গাইডলাইন চালু করেছে পুদুচেরি সরকার সেখানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৬০৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে। এক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৩। চলতি বছরের ৬ এপ্রিল এডভাইসারি জারি করেছে সিকিম সরকার। সেই আবহে এবার নতুন গাইডলাইন জারি করেছে পুদুচেরি। কারণ এই দুই রাজ্যে নাকি করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

প্রথম মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। বৃহস্পতিবার লখনৌতে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত কয়েকদিনে হঠাৎ করে এক ধাক্কায় বেড়ে গিয়েছে সংক্রমণ। বিশেষ করে দিল্লি মহারাষ্ট্র এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই সংক্রমণ সবচেয়ে বেশি বেড়েছে।

আরো খবর: সাবমেরিন ধ্বং’স’কা’রী মিসাইলের সফল পরীক্ষণ করলো DRDO, বু’ক কাঁ’প’ছে শত্রুপক্ষের

রাজধানী দিল্লির পরিস্থিতি যথেষ্ট উদ্বেগ জনক। ইতিমধ্যে দিল্লির হাসপাতাল গুলিতে অতিরিক্ত বেড প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মজুদ রাখা হচ্ছে বেশি অক্সিজেন। বাড়ানো হয়েছে আর্টিপিশিয়ার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং ভ্যাকসিনেশনের পরিমাণ।

গত পয়লা এপ্রিল থেকে নতুন করে চিকিৎসকরা করোনা নিয়ে ভাবতে নির্দেশ দিয়েছেন দেশবাসীকে। বিশেষজ্ঞরা দাবী করেছেন করোণার নতুন ভেরিয়েন্ট রীতিমতো ভয়ংকর হয়ে উঠতে পারে তাই এখন থেকেই দরকার সচেতনতা।