সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুখের সামনে শি’কা’র পেয়েও দলছুট বাছুরকে ফি’রি’য়ে দি’লো মায়ের কাছে, যে’নো মানবিক সিংহী

সোশ্যাল মিডিয়ার দৌলতে আর কত কিছুই যে দেখতে হবে আমাদের তার কোনো ইয়ত্তা নেই। বনের রাজা পশুরাজ সিংহ। মাংসাশী প্রাণী বলে প্রাণী শিকারে তার চোখে রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি। একবার যে প্রাণীকে তাক করে, তাকে শিকার না করা পর্যন্ত তার যেন শান্তি হয় না। কিন্তু এমন দৃশ্য কি কেউ আগে কখনও দেখেছেন, যে মাতৃত্বের টানে নিজের শিকারের খাবার ছেড়ে দিচ্ছে। কি অবাক হচ্ছেন তো!

এমনই ঘটনা ঘটেছে তানজানিয়ার সেরেনগাতি জাতীয় উদ্যানে। গত ১০ই জানুয়ারি, বনদপ্তরের কর্মীরা লক্ষ করে একদল বনগরু ছুটছে। তার সাথে পাল্লা দিয়ে হাঁটছে একটি সিংহী। তার পাশে পাশে হাঁটছে একটা বাছুর। বাছুরটাকে দেখে মনে হচ্ছে, যেন সে তার মাকে অনুসরণ করছে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় সিংহীটা তাকে শিকার করেনি।

উদ্যানের কর্তৃপক্ষের সদস্যরা এই আশ্চর্যজনক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। মহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে বললেই চলে। অনেকে কমেন্টে সিংহীর তারিফও করেছে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে।

তানজানিয়ার ন্যাশনাল পার্ক অথরিটির মুখপাত্র হলেন প্যাসকেল শেলুটেট। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, মাংসাশী প্রাণীর এরূপ আচরণ সেভাবে দেখা যায় না। সেখানে সিংহীর এরূপ আচরণ সত্যিই অস্বাভাবিক। সিংহীর মাতৃত্ববোধ তার প্রাকৃতিক শিকারি প্রবৃত্তিকে ছাড়িয়ে গেছে। যা সত্যিই বিরল ঘটনা।