Home রাজনীতি PK-র সা’থে সম্পর্ক ছি’ন্ন হয়েছে, তৃণমূলকে অসুবিধায় পড়তে হ’বে, চাঞ্চল্যকর দা’বি সৌগত...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PK-র সা’থে সম্পর্ক ছি’ন্ন হয়েছে, তৃণমূলকে অসুবিধায় পড়তে হ’বে, চাঞ্চল্যকর দা’বি সৌগত রায়ের

ইতিমধ্যেই শাসকদল পুরভোটের তালিকা প্রকাশ করেছে, ঠিক তার পরেই শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক অভিযোগ আন্দোলন। সব মিলিয়ে এখন তৃণমূলের নিত্যসঙ্গী এইসব। যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে, এই সীমাহীন অসন্তোষের মুখে খুব কম পড়তে হয়েছে তৃণমূল শাসক দলকে। তবে এবার সেই তালিকা বৃদ্ধি হতে চলেছে, কারণ তৃণমূল সাংসদ সৌগত রায় এবার নাম লেখালেন সেই তালিকায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইপ্যাকের সাথে সম্পর্ক ছিন্ন করায় দারুণ অসুবিধার মুখে পরতে চলেছে তৃণমূল।

ইতিমধ্যেই শাসকদল পুরভোটের তালিকা প্রকাশ করেছে, ঠিক তার পরেই শুরু হয়েছে বিভিন্ন বিতর্ক অভিযোগ আন্দোলন। সব মিলিয়ে এখন তৃণমূলের নিত্যসঙ্গী এইসব। যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে, এই সীমাহীন অসন্তোষের মুখে খুব কম পড়তে হয়েছে তৃণমূল শাসক দলকে। তবে এবার সেই তালিকা বৃদ্ধি হতে চলেছে, কারণ তৃণমূল সাংসদ সৌগত রায় এবার নাম লেখালেন সেই তালিকায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইপ্যাকের সাথে সম্পর্ক ছিন্ন করায় দারুণ অসুবিধার মুখে পরতে চলেছে তৃণমূল।

তিনি আরও বিস্তারিত জানিয়েছেন, আমি আইপ্যাক এর কাজ নিজে দেখেছি, এক কথায় অসাধারণ। কারণ এই সংস্থার সাথে যুক্ত রয়েছে বিভিন্ন উচ্চ শিক্ষা সম্পন্ন মানুষ জন। আইআইটি, ন্যাশনাল ল স্কুল গ্রাজুয়েট, আইআইএম, ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষার স্তর থেকে এসেছে এরা। এখানে কিন্তু এরা পয়সা কামাতে আসেনি, কারণ এমনিতেই এদের বেতন 5 লক্ষ টাকা হবে। এরা এসেছে লোকের মাঝে অভিজ্ঞতা অর্জন করতে।

আমি গত 60 বছর থেকে ভারতীয় রাজনীতিকে নিজের চোখে দেখছি, কিন্তু এত অর্গানাইজড সেটআপ আগে দেখিনি।দারুন কাজ করেছে এদের সার্ভিস সিস্টেম অনুযায়ী বিধানসভার প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। সেখানে কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় নি।তবে আইপ্যাক এর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তৃণমূলের আগামীতে অসুবিধা হতে পারে।

তবে এই সৌগত রায়ের বিরুদ্ধেই তোপ দাগেন মদন মিত্র, একটা সময় এক নেতা বলতো মমতার বাবার ঠিক নেই। সেই নেতা যে কতবার দল পাল্টেছেন তা ঠিক ঠিকানা নেই। এবার সেই নেতাই দলে উচ্চ পদে বসে আছেন। মোটকথা তৃণমূলের উচ্চ পদে বসানো হয়েছে তাকে, যে একটা সময় বলেছিল মমতার বাবার ঠিক নেই।