সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডিনার সেরে ছাদে উ’ঠে হাঁটতে গিয়ে দেখি সিংহ ব’সে আ’ছে! যা অবস্থা হ’লো গৃহকর্তার

গুজরাটের গির সোমনাথ জেলায় বাড়ির ছাদে এক সিংহের হামাগুড়ি দেখলেন বাড়ির মালিক। সিংহকে চোখের সামনে দেখে চিৎকার করে গ্রামবাসীদের ডাকেন লালজি। গ্রামবাসীরা মুহুর্তেই চলে আসেন। এমন দৃশ্য থেকে সকলেই অবাক। প্রায় আধঘণ্টা ধরে ছাদে দাপাদাপির পর বনবিভাগের আধিকারিকদের খবর দেওয়া হয়।

যসাধর রেঞ্জের বন কর্মকর্তা লাখা ভারওয়াদ বলেন,আমাদের কর্মীরা পরিস্থিতি ভালভাবে সামাল দিয়েছে। গ্রামবাসীদের মশাল না কোনরকম আগুন জ্বালাতেও না করা হয়। তারাও বনবিভাগের কর্মীদের সাহায্য করেন।

তিনি বলেন, গ্রামের পিছনে হাইস্কুল; তার ঠিক পিছনেই ফাঁকা জঙ্গল। সেই দিক থেকেই সিংহটি বাড়ির ছাদে আসে বলে আমাদের অনুমান। রাজদীপসিংহ ঝালা ডেপুটি ফরেস্ট আধিকারিক বলেন, ঘটনার খবর পেয়েই আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সুন্দরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিংহটিকে তাড়িয়ে বনাঞ্চলে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: HDFC ব্যাংকের ১০০ গ্রাহক হ’টা’ৎ করেই কোটিপতি!

লালজি এক সাক্ষাৎকারে বলেন, সবে খেয়ে উঠে উঠানে বউ বাচ্চাদের সঙ্গে একটু গল্প করতে বসেছিলাম। ছাদে আওইয়াজ পেয়ে টর্চ নিইয়ে এগোতেই চোখের সামনে সিংহকে দেখে ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায়। চিৎকার করে গ্রামবাসীদের ডাকি। ওরাই এসে বন বিভাগের কর্মীদের খবর দেয়। বরাত জেরে প্রাণে বেঁচে গিয়েছি।