সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতি হ’তে পা’রে অনেক! Alert জা’রি মুখ্যসচিবের

রাজ্যে অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে আজ সোমবার কৃষকদের সতর্ক করল নবান্ন। এই ব্যাপারে রাজ্যের সব জেলাশাসক কে চিঠি দিয়েছেন মুখ্য সচিব। নির্দেশ দেওয়া হয়েছে যে, ফল ও সবজি গুলো ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। নতুন করে কোন ধান এই সময় বপন করা ঠিক হবে না। এটি রবি এবং বোরো ধান তোলার সময়। কৃষকদের সতর্ক থাকতে হবে ধান বাঁচানোর জন্য।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকেই আবার আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে।পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে সোমবার থেকেই। বুধবার থেকে শুক্রবার কলকাতা-সহ রাজ্যে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা ও পার্বত্য এলাকায়। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা হবে আগামী ২৪ ঘণ্টায়।

অতি ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে। আগামী কাল ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তার পরেও তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শীতের আমেজ কমবে বলে জানা গিয়েছে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীত উধাও হয়ে যাবে।