সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চড়ক পূজা উপ’লক্ষে মালদা’য় হা’জ’রা নৃ’ত্যে শা’মি’ল হ’লে’ন গাজন শিল্পী’রা

চড়ক পূজা উপলক্ষে মালদায় হাজরা নৃত্যে শামিল হলেন গাজন শিল্পীরা

মালদা,১৪ এপ্রিল: বৃহস্পতিবার সকালে চড়ক পূজা উপলক্ষে হাজরা নৃত্যে শামিল হলেন গাজন শিল্পীরা। মালদা শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় চড়ক পূজা। দীর্ঘ লকডাউনের পর এই বছর ঘটা করে পালিত হয় হাজরা উৎসব।

সারা চৈত্র মাস নিরামিষ খেয়ে জেলার বিভিন্ন প্রান্তে নৃত্য পরিবেশন করে অর্থ সংগ্রহ করেন গাজন শিল্পীরা।
এদিন সন্ধ্যায় দুই নম্বর গভমেন্ট কলোনি সহ জেলার বিভিন্ন প্রান্তে চড়ক উৎসব পালন করা হবে। চৈত্র মাসের শেষে সারারাত শ্মশানে থেকে পূজার্চনা করেন গাজন শিল্পীরা।

এরপর বৃহস্পতিবার সকালে শিব,কালি এবং বিভিন্ন সাজে গাজন শিল্পীরা ধারালো অস্ত্র, মড়ার খুলি সহ বিভিন্ন জিনিস নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ভিড় করেন বহু মানুষ।

সারা শহর পরিক্রমা করে গাজন শিল্পীরা উপস্থিত হন চড়ক পূজা ময়দানে। এদিন সন্ধ্যায় পিঠে বংশী গেঁথে গাজন শিল্পীরা চড়কে অংশ নিবেন।

তারই প্রস্তুতি হিসেবে ঢাকঢোল বাজিয়ে গাজন শিল্পীরা এদিন সকালে শোভাযাত্রায় অংশ নেন।