সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৬ বছরের শিশু বাড়ি কি’ন’লো ৫ কোটি টা’কা দিয়ে, জেনে নিন কি করতো সে

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৬ বছরের এক শিশুকন্যা নিজের ছোট দুই ভাই-বোনের সঙ্গে মিলে ৫ কোটি টাকার প্রথম বাড়ি কিনল। জানা যায়, তিন ভাইবোন পকেট মানি বাঁচিয়ে প্রচুর টাকা জমিয়েছিল। আর বাকি টাকা দিয়েছেন তাঁদের বাবা। তারপর ৩ ভাইবোন সেই ৫ কোটি টাকার বাড়ির মালিক হয়ে যায়। সূত্রের খবর, ওই ৬ বছরের শিশুকন্যার নাম রুবি।

তিন ভাইবোন রুবি, গস ও লুসি। ওই শিশুরা তাদের বাবার কাজে সাহায্য করে বলে জানা গিয়েছে। যার বিনিময়ে তারা পকেট মানি পায়। তারা তাদের পকেট মানি থেকে ২ হাজার ডলার করে বাঁচায়। তারপর বাকি সাহায্য তাদের বাবা করেন। আর ফলত তারা প্রায় ৫ কোটি টাকা দামের বাড়িটি কেনেন। জানা গিয়েছে, Melbourne থেকে ৪৮ কিলোমিটার দূরে Clyde শহরে এই বাড়িটি কিনেছেন তারা। ওই শিশুদের এই বাড়িটি কেনার পরামর্শ তাদের বাবাই দিয়েছিলেন।

সূত্রের খবর, ওই শিশুদের বাবা কেম ম্যাকলেলন হলেন প্রপার্টি কোম্পানি ওপেন কর্প-এর কো-ফাউন্ডার। এ প্রসঙ্গে কেম ম্যাকলেলন বলেন, তিনিই তাঁর সন্তানদের প্রপার্টি কেনার জন্য উৎসাহিত করেন। বাড়িটির মোট দাম ৫ কোটিরও বেশি। কিন্তু পরবর্তী ১০ বছরে অর্থাৎ ২০৩২ সালের মধ্যে বাড়িটির দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে। বিনিয়োগ নিয়ে সম্প্রতি একটি বইও লিখেছেন তিনি।

একইসঙ্গে ম্যাকলেলনের বই My Four Year Old, the Property Investor-এর প্যাকিং করতেও সাহায্য করে তারা। নভেম্বর মাসে প্রকাশিত হয়েছে বইটি। বইটি বেস্ট সেলার হয়েছে। বইটির বিষয়ে কেম বলেন, এই বইটি তিনি তাঁর শিশুদের জন্য লিখেছেন, যাতে তারা এটা জানতে পারে যে কীভাবে প্রপার্টি তৈরি করতে হয়।