সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার “The Kerala Story” OTT প্ল্যাটফর্মে আসতে চলেছে, মু’ক্তি পা’বে শীঘ্রই

সম্প্রতি একটি বলিউড ছবি যেভাবে সারা ফেলে দিয়েছে দেশ জুড়ে সেটা নিয়ে নানা চর্চা শুরু হবে সেটাই স্বাভাবিক। এই ছবিটি মুক্তি পেয়েছে ৫ই মে। আর এরই মধ্যে বক্স অফিস নাড়িয়ে দিয়েছে বলিউড চলচ্চিত্র ‘The Kerala Story’। কিন্তু এই চলচ্চিত্র নিয়ে গোড়া থেকেই নানা তর্ক বিতর্ক লেগেই রয়েছে। এমন বিতর্কের ঝড় উঠেছে, যা থামার নামই নিচ্ছে না।

এমনকি অনেক রাজনৈতিক দল এই ছবিটির তীব্র বিরোধিতা করে এবং ছবিটি নিষিদ্ধ করার দাবি জানায়। শুধুমাত্র দাবীই নয় বেশ কিছু রাজ্যে এই ছবিটি ব্যান করা হয়েছে আর তার মধ্যে পশ্চিমবঙ্গও বাদ যায়নি।
কিন্তু এই ছবি নিয়ে যত বিতর্ক চলেছে তত এই ছবিটির প্রমোশন বেড়েছে জনসাধারণের কাছে। এই ছবির বাজেট অনুযায়ী এই ছবিটি প্রথম দিন যে টাকা উপার্জন করেছে তা প্রশংসনীয়।

পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের বাজেট ছিল প্রায় ৪০ কোটি টাকা। দর্শকরা চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনেই এটিকে অনেক পছন্দ করছে। এই চলচ্চিত্র থেকে ইতিমধ্যেই প্রচুর অর্থ উপার্জন করেছেন নির্মাতারা। একটি খবর অনুসারে, ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি প্রথম দিনেই বক্স অফিসে ৭.৫ কোটি টাকা সংগ্রহ করে সবাইকে অবাক করে দিয়েছে।

বিভিন্ন রাজনৈতিক মহলে এটা নিয়ে বিভিন্ন কনট্রোভার্সি হলেও দর্শকরা এই ছবিটির ব্যাপারে পজিটিভ রেসপন্সই দিয়েছেন। আর দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার পেয়ে এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করা আদা শর্মা স্যোশাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

আরো খবর: ভেঙে ফে’লা হলো “মিঠাই”-র সেট, চোখে জল নিয়ে ছবি দেখছেন ভক্তরা!

এই ছবিতে প্রধান ভূমিকায় চার মেয়েকে দেখানো হয়েছে। এই প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি ইদনানি। এই ছবির মূল গল্প হলো এই ছবিতে যে মেয়ে গুলি রয়েছে তাদের মগজ ধোলাই করে ধর্মান্তরিত করা হয় বলে দেখানো হয়েছে।

এর পরে, তারা সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এর অন্তর্ভুক্ত বলে অভিযোগ ওঠে। এই নিয়েই গল্পটি এগোতে দেখা যাবে। এই গল্পের পরিচালকও একজন বাঙালি। সুদীপ্ত সেন এই ছবির পরিচালনা করেছেন। এই ছবি নিয়ে নানা বিতর্ক হলেও বা ব্যান করা হলেও এই ছবিটি ওটিটি প্লাটফরমে খুব তাড়াতাড়ি দেখা যাবে।

বহু বিতর্ক পেরিয়ে দর্শকদের থেকে ব্যাপক সাড়া পাওয়ার ফলে এবার এই চলচ্চিত্র ওটিটিতে মুক্তি দেওয়ার বিষয়ে ভেবেছেন চলচ্চিত্র নির্মাতারা। তবে একটা সমস্যা হচ্ছে, এই চলচ্চিত্র মুক্তির সময় কোন স্ট্রিমিং পার্টনার ঘোষণা করেননি চলচ্চিত্র নির্মাতারা।

তবে শোনা যাচ্ছে, জি নেটওয়ার্কের পক্ষ থেকে এই এই চলচ্চিত্রের স্ট্রিমিং স্বত্ব কিনে নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৭ ই জুলাই এই চলচ্চিত্রের স্ট্রিমিং প্রিমিয়ারের দিন নির্ধারণ করা হয়েছে। যদিও নির্মাতাদের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

কিন্তু এই ছবিটি হিট হওয়া থেকে কেউ আটকাতে পারেনি। মানুষ যত বেশি এই ছবিটি নিয়ে বিতর্ক করেছে তত মানুষের কাছে পৌঁছে গেছে এই ছবির কথা। তাতে এই ছবিটি আরো বেশি সাফল্য পেয়েছে।