সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টিকিট পরীক্ষকের ধ’ম’ক খে’য়ে রা’গে-অপমানে গোটা পুণে রেল স্টেশন অ’চ’ল করে দিলেন যুবক

অপমানের বদলা যে এভাবে নিতে পারেন কোন মানুষ তা বোধ হয় কল্পনাও করা যায় না। শুক্রবার রাতে এমনই ঘটনা ঘটেছে পুনেতে। দিল্লি বিমানবন্দরে পুণেগামী একটি বিমানের বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও চিরুনি তল্লাশি করার পরেও সেখানে কোন বোমা মেলেনি। আর এই মিথ্যা রটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে।

শুক্রবার সন্ধ্যেবেলা রীতিমত আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল পুনে জংশনে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল রেল কর্তৃপক্ষ এবং আরপিএফ। পুণের প্রতিটি প্লাটফর্মে তল্লাশি চালানো হয় কিন্তু সেখানেও কোনো রকম বোমা পাওয়া যায়নি।

হঠাৎ করে কেন এই তল্লাশি নিরাপত্তা ব্যবস্থা আটসাট হয় কেন! আসলে হুমকি ফোন এসেছিল পুনে বিমানবন্দর এবং স্টেশনে। এই হুমকি ফোনে জানানো হয় স্টেশনে রয়েছে বোমা। এই ভুয়ো খবর ছড়ানোর জন্য একজন যুবককে আটক করা হয় কারণ ফোন করেছিলেন তিনি। হঠাৎ করে এই ভুত তার মাথায় কেন চাপল!

আরো খবর: পিঠে-পিঠা-কে ইংরেজিতে কি ব’লা হয়?

ওই যুবক জানান ট্রেনের রেল পুলিশের এক আধিকারিকের সঙ্গে তার বাদানুবাদ বাঁধে। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। আসলে ওই কর্মীর সঙ্গে ঝামেলা বাধায় তাকে ব্যাপক ধমকেছিলেন তিনি। আর সুদে আসলে বদলা নিতে চেয়েছিলেন ওই যুবক।

তিনি ঠিক করে ফেলেন হুমকি ফোন করে রেল কর্তৃপক্ষকে নাকানি চোবানি খাওয়াবেন। সেই মতো তিনি পুলিশ স্টেশনে ফোন করেন এবং বোমার কথা বলেন। তারপরেই গোটা স্টেশন চত্বরে ঘিরে ফেলা হয়, নিরাপত্তার চাদরে। রীতিমতো তল্লাশি চালানো হয় প্রতিটি এলাকায়।

এমনকি বিমানবন্দরেও একটি হুমকি ফোন আসে তার ভিত্তিতেও তল্লাশি চালানো হয়। যদিও শেষ পর্যন্ত বিমানবন্দর বা স্টেশন কোথাও বোমা পাওয়া যায়নি। এই ধরনের মশকরা করার হিসাব সুদে আসলে চোকাতে হয়েছিল ওই যুবককে