সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“গোল্ড ইজ মাই গড”, জেনে নিন বাপ্পি লাহিড়ীর শরীর ভ’র্তি সোনা পরার কারণ

বুধবার সকালে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বহু বছর ধরে এই সংগীত জগতের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। বিখ্যাত ডিস্কো ডান্সার গানে ছোটবড় সকলকেই তার গানের তালে নাচিয়েছিলেন। সেই কারণে ‘ডিস্কো কিং’র তকমাও পান।

আর শুধু গান নয়, গানের পাশাপাশি বাপ্পি লাহিড়ী তাঁর ফ্যাশনের জন্যও বেশ জনপ্রিয়। ভারী সোনার গয়না, আর রঙিন চকচকে সানগ্লাসে ভিড়ের মধ্যেও তাকে আলাদাভাবে চিনে নেওয়া যায়। পরনে এই ভারী সোনার গয়নার জন্য তিনি ভারতের ‘গোল্ড ম্যান’ হিসেবেও পরিচিত।

কিন্তু কেনই বা গোল্ড ম্যান সবসময় এত সোনার গয়না পরতেন? বাপ্পির কথা অনুযায়ী, ‘গোল্ড ইজ মাই গড’! সোনার গয়না পরার কারণ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন আমেরিকান রকস্টার এলভিস প্রেসলিকে দেখেই সোনার গয়না প্রতি তাঁর উৎসাহ বৃদ্ধি পায়।

বাপ্পি জানিয়েছিলেন, ‘আমি ছিলাম রকস্টার এলভিস প্রেসলির বড় ভক্ত। আর তিনি গলায় সোনার হার পরতেন। আমি ভাবতাম ভগবানের আশীর্বাদে আমি যদি কখনো সাফল্য পাই, তাহলে আমি সম্পূর্ণ আলাদাভাবে নিজের ইমেজ তৈরি করব।

আরো পড়ুন: HIV-র সফল চিকিৎসা, মারণ রো’গ’কে হা’রি’য়ে চিকিৎসা বিজ্ঞানকে নতুন দি’শা দেখালেন মহিলা

আর সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। অনেকেই হয়তো ভাবেন যে সোনা দিয়ে আমি শো অফ করি, কিন্তু আসলে সোনার আমার জন্য খুব পয়া।’ একেবারে প্রথম দিকে বাপ্পি লাহিড়ী সোনার গয়না পরতেন। কিন্তু পরবর্তীতে ‘Luminex Uno’ নামের একটি মূল্যবান ধাতু দিয়ে নিজের গয়না প্রস্তুত করাতেন।