সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বি’রু’দ্ধে অ্যাকশন, স’ম্প’ত্তি বাজেয়াপ্ত ক’র’লো ED

ইডির নজর এবার শিবসেনার প্রতি, কারণ সম্প্রতি শিবসেনার নেতা সঞ্জয় রাউত এর আলিবাগের ফ্ল্যাট ও জায়গা বাজেয়াপ্ত করলো ইডি। কিন্তু কেন? জানা যাচ্ছে Chawl Land Scam Case-এর ঘটনার তদন্তে নেমে এই পদক্ষেপ করেছে ইডি।

কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই সঞ্জয় রাউত টুইট করে লেখেন- “সত্যমেব জয়তে” আসলে জানা যায়, মুম্বাইয়ের একটি বস্তি পুনঃনির্মাণের জন্য ১০৩৪ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে, আর সেই সূত্র ধরেই ইডির এই পদক্ষেপ।

Prevention of Money Laundering Act (PMLA) -এর আওতায় এই নেতার জমি এবং ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে। আবার গতবছর সঞ্জয় রাউত এর স্ত্রী বর্ষা রাউতকেও কিছু জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন পিএমসি ব্যাংক জালিয়াতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আরো পড়ুন: আচমকা ঘর দে’খ’তে পেলেন ঘাসফড়িং, উঠোনে চ’লে এ’লো কুকুর! কিসের ইঙ্গিত দে’য় এগুলো?

তবে এই সম্পত্তি বাজেয়াপ্ত কথা জানতে পেরেই, তিনি টুইট করেন-” সত্যমেব জয়তে”। এদিকে আবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের পরিবারের প্রায় ৫ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এমন কিছু ফার্ম যার সাথে জৈন পরিবার যুক্ত রয়েছে ও আর্থিক তছরুপি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

তবে এই ধরনের পদক্ষেপ নিয়ে বিরোধী রাজনৈতিক দল মনে করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। এই নিয়ে বাংলাতেও মমতা ব্যানার্জি তার মত পোষণ করেছে।