Home অফবিট আচমকা ঘর দে’খ’তে পেলেন ঘাসফড়িং, উঠোনে চ’লে এ’লো কুকুর! কিসের ইঙ্গিত দে’য়...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচমকা ঘর দে’খ’তে পেলেন ঘাসফড়িং, উঠোনে চ’লে এ’লো কুকুর! কিসের ইঙ্গিত দে’য় এগুলো?

বাড়িতে কুকুর যদি কোনো কারণ ছাড়াই এসে বাস করতে থাকে বা কেউ যদি বিনা কারণে কুকুরছানা উপহার দিয়ে পুষতে বলে, তাহলে মনে করা হয় এই ঘটনা অত্যন্ত শুভ লক্ষণ।

আর এর প্রভাব স্বরূপ গ্রহগত কারণে অনেক দিনের পুরোনো আটকে থাকা কাজের বাধা খুব সহজেই কেটে যায়, সংসারে সুখ শান্তি ফিরে আসে।

আর কুকুরের রঙ যদি কালো হয়, তা হলে বাড়ির লোকেরা ভালো রকমের ধনসম্পত্তির মালিক হতে পারে এমনটা বোঝায়। আর কুকুর যদি সাদা হয় তাহলে প্রেম ও রোমান্স বোঝায়, সোনালি রঙের কুকুর হলে বোঝায় বিশেষ উন্নতি ও সুখ।

আরো পড়ুন: SSC: এবার ৯৮ জন প্রার্থীকে জে’রা করবে CBI

অন্যদিকে ঘাস ফড়িং যদি ভুল করে কারও ঘরে ঢুকে পড়ে, তা হলে তিনি কোনো প্রভাবশালী ব্যাক্তির সাহায্য পেতে চলেছেন বলে মনে করা হয়। আর ব্যাঙ যদি ঢুকে পড়ে, তা হলে তাঁর আর্থিক উন্নতির সম্ভাবনা থাকে। লেডিবাগ এলে বাড়িতে নতুন কোনও অতিথির আগমন ঘটা বোঝায়।

কেউ যদি কোনও শুভদিনে যেমন,পূর্নিমা, অথবা ধর্মীয় কোনও শুভদিনে আপনাকে বিনা কারণে উপহার হিসেবে কোনও টাকাকড়ি অফার করে, তাহলে আসন্ন ভবিষ্যতে আপনার আর্থিক উন্নতি হতে পারে। তবে জন্মদিনে, বা ওই রকম কোনো দিন হলে এই ফল পাওয়া যাবে না।