সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অতি বি’র’ল প্রজাতি মাছের দেখা মিললো সমুদ্রে, এতটাই স্ব’চ্ছ যে এপার-ওপার দে’খা যায়!

সম্প্রতি সমুদ্রে এক অতি বিরল মাছের দেখা মিলেছে। সাধারণত এই ধরনের মাছের দেখা মেলে না। বলতে গেলে একেবারে বিলুপ্ত হওয়ার পথে চলে গিয়েছে স্বচ্ছ মাছ।

এই প্রজাতির মাছ এমন হয় যে মাছের শরীরের এপার ওপার সবই দেখা যায়। মাছটিকে একবার চোখের দেখা দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে।

এই মাছের আকার আকৃতি মানুষের হাতের সমান। হাতের তালুর উপরে রাখলে মাছের উপর থেকে হাতের চেটো দেখতে পাওয়া যায়। এই মাছের শরীরে কাঁটা থাকলেও মাংসল স্বচ্ছ শরীর নজর কাড়ে। এই মাসের নাম হলো ব্লচড স্নেলফিস।

আরো পড়ুন: ব’ন্ধ হয়ে যাচ্ছে আপনার প্রি’য় বিগ বাজার, কোটি কোটি টা’কা ঋ’ণে জর্জরিত সংস্থা! জানুন আসল কারণ

মাছের সারা শরীর জুড়ে হালকা গোল গোল দাগ দেখতে পাওয়া যায়। আলাস্কার কাছে সমুদ্রে একদল বায়োলজিস্ট মাছের উপরে কাজ করছিলেন। তখন এই বিরল প্রজাতির মাছটি তাদের নজরে আসে।

তারা সেটিকে জল থেকে তুলে ভালো করে নিরীক্ষণ করেন। জীবনে এই মাছের দর্শন পাওয়া অত্যন্ত ভাগ্যের বিষয় বায়োলজিস্টদের কাছে।

সাধারণত গভীর সমুদ্রে এই মাছের দেখা মেলে। যেকোনো আক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাতে পারে এই মাছটি। শত্রুর নজর এড়িয়ে যেতে পারে স্বচ্ছ শরীরের জন্য।