সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুখে কি তিল ও জন্মদাগ আ’ছে? আপনার ভবিষ্যৎ ও ব্যক্তিত্ব কে’ম’ন জানুন

মানুষের শরীরে যে জন্ম থেকেই দাগ থাকে বা তিল থাকে সেগুলোর দ্বারা সেই ব্যাক্তির চরিত্র, ব্যাক্তিত্ব এগুলি গণনা করা যায় সমুদ্র শাস্ত্র মতে এমন কথাই বলা হচ্ছে। সেই চিন্হ গুলির ওপর তাদের ভাগ্যের ভালো মন্দ নির্ভর করে। আসুন জেনে নেওয়া যাক শরীরের কোথায় তিল থাকলে বা বার্থ মার্ক থাকলে ভালো বা মন্দ।

১. গালে বার্থ মার্ক থাকলে :- যদি কোনও পুরুষের ডান গালে জন্মের চিহ্ন থাকে তবে এর অর্থ এই ধরনের ব্যক্তিকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক লড়াই করে বাঁচতে হবে এদের। এদের জীবনে সুখ সমৃদ্ধির অভাব হবে না। আবার একজন মহিলার গালে দাগ থাকলে তারা খুবই ভাগ্যবতি হন। এদের বিবাহিত জীবন খুবই সুখের হয়। স্বামীর সাথে এদের বোঝপড়া ভালো থাকে।

২. কপালে দাগ থাকলে :- যদি কোনও ব্যক্তির কপালে জন্ম চিহ্ন থাকে তবে এটি একটি খুব শুভ লক্ষণ। সেই সঙ্গে এমন ব্যক্তি সমাজে নিজের পরিচয় তৈরি করে। একই সাথে, তিনি তার কর্মজীবনে প্রতিষ্টিত হতে পারেন। এদের ব্যাবসা ক্ষেত্রও খুবই ভালো।

আরো পড়ুন: রাশিয়ান সেনা স’র’ছে ইউক্রেন থে’কে, তবে শান্তি কা’য়ে’ম হ’চ্ছে দুদেশের ম’ধ্যে?

৩. মুখে দাগ থাকলে :- সামুদ্রিক শাস্ত্র অনুসারে, জন্মের পর থেকেই যদি কোনও ব্যক্তির মুখে চিহ্ন থাকে, তাহলে বোঝা যায় সেই ব্যক্তি অত্যন্ত আবেগপ্রবণ। এছাড়াও, এই ধরনের লোকেরা কথা বলতে খুবই ভালোবাসেন। এদের অর্থাভাব কখনো তেমন হয়না। এই ধরনের লোকেরা রাজাদের মতন বিলাসবহুল জীবন যাপন করেন।

৪. ঘাড়ে জন্ম দাগ থাকলে :- সমুদ্রবিজ্ঞান অনুসারে, যদি কারও ঘাড়ে জন্মের চিহ্ন থাকে, তবে এই লোকেরা তাদের নিজস্ব শর্তে কাজ করতে পছন্দ করেন। এরা বুদ্ধিমান ও দূরদর্শী হন। ভ্রমণ করতে ভালো বসেন। কিন্তু যাদের ঘাড়ের পিছনে দাগ থাকে এরা খুব শান্ত হয়ে থাকে। তবে রাগী হয়। যেকোনো বিপরীত পরিস্থিতিতে এরা নিজেকে শান্ত রাখতে পারে।