সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্যাক্সি চালক গাড়িতে পেয়েছিলেন ৩৮ লক্ষ টা’কা, ফিরিয়ে দিতেই পেলেন স’ত’তা’র পুরস্কার

সততাই মানুষের পরিচয়, আর এই সততা মানুষের মন থেকে একেবারেই দূর হয়ে যাচ্ছে। যাকিনা আগামী ভবিষ্যতের জন্য একেবারেই শ্রেয় নয়। কিন্তু সততা মানুষের মধ্যে কমে গেলেও একেবারে শেষ হয়ে যে যায়নি তার প্রমাণ দিল এবার আফ্রিকার এক যুবক।

তার এই সততা এখন সারা বিশ্বে উদাহরণ হিসেবে ঘুরে বেড়াচ্ছে। রাস্তার ধারে পরে থাকা ৩৮ লক্ষ টাকা পেয়েও , সেই টাকা সে ঘুরিয়ে দিল সঠিক মালিকের কাছে। এমন উদাহরণ আজকাল কার যুগে সত্যি দুষ্কর।

সেই টাকা নাকি ছুঁয়েই দেখেনি সে। আর তার এই সততার এক দারুন পুরস্কার দেওয়া হয়েছে তাকে, যা শুনে সারা বিশ্ববাসী হতবাক। জানা যায় যুবকের নাম ইমানুয়েল টুলো, ছোট বেলা থেকেই দারিদ্রতা তার জীবনের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে।

আরো পড়ুন: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে আ’লা’দা আবহাওয়ার পূর্বাভাস, কি ব’ল’লো হাওয়া অফিস?

কষ্ট করে মানুষ হয়েছে সে। তার বাবা যখন মারা যায় মাত্র ৯ বছর বয়সে পড়াশোনা ছেড়ে দিতে হয় তাকে ও গাড়ি চালানো শিখতে হয় তাকে। ছোটবেলা থেকেই কাকিমার কাছে থাকতেন সে, আর ট্যাক্সি চালানো শিখে ফেলে সে।

ইমানুয়েল টুলো পশ্চিম আফ্রিকার অন্তর্গত লাইবেরিয়ার বাসিন্দা, জীবনের লড়াই করতে থাকে সে কিন্তু একদিন হঠাৎ করে সে রাস্তার পাশে পরে থাকা টাকা ভর্তি ব্যাগ পায়। সেখানে ছিল ৩৮ লক্ষ টাকা।

ইচ্ছে করলেই সে নিজের জীবনকে বদলাতে পারত নিমেষেই। কিন্তু এক টাকা পর্যন্ত সে হাত দেয় না। সময়মতো সঠিক মানুষকে সেই টাকা ফিরিয়ে দেয় সে। আর তার এই সততা একেবারে জনপ্রিয় করে তুলেছে তাকে।সততার এমন পুরস্কার সত্যি অবিশ্বাস্য।

যা কিনা তাকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। তার এই সততার খবর পৌঁছে গেছে দেশের প্রেসিডেন্ট জর্জ ভিয়ার কাছে। আর তিনি টুলুকে ৪ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করেন ও সাথে নামকরা স্কুলে অ্যাডমিশন করান। এমনকি আমেরিকার এক নামিদামী কলেজের তরফ থেকে তার নামে স্কলারশিপ পর্যন্ত দেওয়া হয়।