সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডাহা মি’থ্যা ব’ল’ছে’ন মমতা ব্যানার্জি, ভিডিও পো’স্ট করে প্র’মা’ণ দে’খা’লো ত্রিপুরার বিজেপি নে’তৃ’ত্ব

বিগত কয়েকদিন ধরে ত্রিপুরার রাজনীতির পরিবেশ সরগরম হয়ে আছে। ২৪-এর লোকসভা জয়ের লক্ষ্যে ত্রিপুরার মাটিতে জোড়াফুল ফোটাতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপিও নিজের জমির এতটুকু ছাড়তেও রাজি নয়। সোমবার ত্রিপুরা বিজেপির তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করে তৃণমূলের কার্যকলাপকে নাটক বলে আখ্যা দেওয়া হয়।

তৃণমূলের যুব নেতা-নেত্রীরা রবিবার রাতে ত্রিপুরা থেকে কলকাতায় ফিরে SSKM-এ ভর্তি হন। সোমবার সকালে তাঁদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘আক্রান্ত তৃণমূল কর্মীদের চিকিৎসা করা হয়নি। তাঁদের দীর্ঘক্ষণ আটকে রেখে এক গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি। এটা সত্যিই অমানবিক।”

মুখ্যমন্ত্রীর এই দাবির পর মঙ্গলবার ত্রিপুরা বিজেপির তরফ থেকে একটি ভিডিও জারি করা হয়। সেখানে তাঁরা দাবি করে যে, “মমতা ব্যানার্জী মিথ্যা কথা বলছেন। ভিডিওতে সত্যি টা দেখা যাচ্ছে! আপনার মিথ্যাচার প্রকাশ্যে চলে এসেছে!”

বিজেপি ত্রিপুরার পক্ষ থেকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, তৃণমূল নেতা সুদীপ রাহার চিকিৎসা চলছে হাসপাতালে। আবার জয়া দত্ত কাঁচের গ্লাসে করে জল খাচ্ছেন। খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বসে থাকতে দেখা যাচ্ছে। আর সেখানে একটি বোতলে করে কুণাল ঘোষকে জল খেতে দেখা যাচ্ছে। পাশাপাশি সুদীপের হাতেও একটি জলের বোতল দেখা যাচ্ছে।

বিজেপির বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, আমরা যদি ওদের উপর হামলা করতাম, তাহলে পুলিশকে গালিগালাজ করতে পারত না। ওদের মাথার পিছনে পাথর লেগেছে, আর ব্যান্ডেজ মাথার সামনে। তাও আবার কালো রক্ত বের হচ্ছে। এগুলোকে নাটক ছাড়া আর কি বলা যেতে পারে?