সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের জলসীমায় ঢু’কে গে’লো পাকিস্তানি নৌকা, গু’লি চালালো ইন্ডিয়ান কোস্ট গার্ড

এবার ভারতের জলসীমায় ঢুকে পড়ল পাকিস্তানের নৌকা। ইন্ডিয়া কোস্ট গার্ড গুজরাট ATS-এর সঙ্গে যৌথ অভিযানে ৯ জন ক্রু সদস্য সহ প্রায় ২৮০ কোটি টাকার হেরোইনবাহী একটি পাকিস্তানি বোটকে আটক করেছে।

আরব সাগরের ভারতীয় অংশে ‘আল হাজ’ নামের এই বোটকে ধরেছে তারা। তদন্তের জন্য পাকিস্তানি নৌকাটিকে জাখাউয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ভারতের কোস্ট গার্ড জানিয়েছে, পাকিস্তানি বোট ‘আল হাজ’-এ ৯ জন ক্রু ছিলেন। রবিবার রাতে নৌকাটি ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

আরো পড়ুন: লাজ-ল’জ্জা সব বিসর্জন দিয়ে ফুল দিয়ে ঢাকলেন ‘স্ত’ন’, উ’ত্তে’জ’ক ফটোশ্যুট ভাইরাল উরফির

গোয়েন্দাদের পাওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছেছে গুজরাট ATS এবং ইন্ডিয়া কোস্ট গার্ডের দল। তাদের দেখে পাকিস্তানি নৌকায় থাকা ক্রুরা হেরোইনের প্যাকেট জলে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলেও তারা তাতে সফল হয়নি।

আরও জানানো হয়েছে যে, হেরোইনের প্যাকেটও উদ্ধার করা হয়েছে ওই নৌকা থেকে। পাকিস্তানি বোটটি দ্রুত গতির নৌকা ছিল। কিন্তু পাকিস্তানি ক্রু সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের থামাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে গুলি চালানো হয়।