সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাইনে বা’ড়’লো মন্ত্রী-বিধায়কদের, রাতারাতি লাখপতি কেজরিওয়াল সরকার

এবার মাইনে ও ভাতা বেড়ে গেল দিল্লির সরকারের। ১৩৬ শতাংশ ভাতা বেড়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের। এতদিন পর্যন্ত ৭২ হাজার টাকা করে মাসিক বেতন পেতেন তিনি এবার থেকে পাবেন ১ লাখ ৭০ হাজার টাকা। এছাড়াও দিল্লি বিধানসভার স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রিসভার সমস্ত সদস্য এবং বিরোধী দল নেতাদের বেতন ও ভাতা বাড়তে চলেছে। শুধু তাই নয় ভাতা বাড়ছে বিধায়কদের।

দিল্লির আম আদমি পার্টি সরকারের বর্তমান মন্ত্রীদের মূল বেতন ২০ হাজার টাকা। আর এবার সেটা হবে ৩০ হাজার। নির্বাচনী ভাতা হিসেবে এতদিন আঠারো হাজার টাকা বেতন পেতেন বিধায়করা সেটা বাড়িয়ে করা হচ্ছে ২৫০০০! এছাড়া ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে পরিবহন ভাতা করা হচ্ছে ১০ হাজার টাকা।

মন্ত্রী বিধায়করা এবার থেকে পাবেন ১৫০০০ টাকা আগে পেতেন ১০০০০ টাকা। বিধায়কদের ক্ষেত্রে ৬৬ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে সরকার। আতিথেয়তা ভাতা ৪০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে সাত হাজার।

আরো খবর: সামনেই ভোট, তাই পিয়া সেনগুপ্তর ইমেজ ন’ষ্ট করা হচ্ছে, বনির মায়ের পাশেই “ইম্পা”

শুনলে অবাক হবেন দিল্লির মন্ত্রী বিধায়করা কোথাও বেড়াতে যাবার জন্য টাকা পান। আগে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার জন্য বছরে তারা পেতেন ৫০০০০ টাকা এবার সেটা এক ধাক্কায় বাড়িয়ে এক লাখ টাকা করা হলো। মন্ত্রী বিধায়কদের বেতন এবং ভাতা বৃদ্ধি করতে এর আগে পাঁচখানা বিল পাস করা হয়েছে।

বিধানসভায় এই বিলগুলি পাস করা হয়। চলতি বছরের রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম দিল্লির মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত শিলমোহর দিয়েছেন। তারপরেই এই নির্দেশিকা জারি করা হয় কেজরিওয়াল সরকারের আইন এবং পরিষদীয় দপ্তরের তরফে।

প্রায় ১২ বছর পর দিল্লি সরকারের মন্ত্রী এবং বিধায়কদের বেতন ও ভাতা বাড়তে চলেছে। আবগারি দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। সেই আবহে হঠাৎ করে এক ধাক্কায় বেড়ে গেল দিল্লির মন্ত্রী বিধায়কদের বেতন।