সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা রবীন্দ্র ভ’ব’নে’ই মা’লা প’ড়’ল না রবীন্দ্র’নাথে’র মূ’র্তি’তে

মালদা রবীন্দ্র ভবনেই মালা পড়ল না রবীন্দ্রনাথের মূর্তিতে

মালদা,৯ মে : জন্মদিবসে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পড়ল না মালদা রবীন্দ্র ভবনেই।

সংস্কারের অভাবে ওই এলাকা বন্ধ রয়েছে, তাই পাশে রবীন্দ্রজয়ন্তী পালন করা হচ্ছে বলে দাবি করলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা।

সোমবার পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। সকাল থেকে শহরের বিভিন্নপ্রান্তে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হচ্ছে। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্রভবনেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অথচ সেই ভবনেই থাকা রবীন্দ্রনাথের পাথরের মূর্তি ঝুলে ভরা। জন্মজয়ন্তীতে পরিষ্কার পর্যন্ত করা হয়নি সেই মূর্তি।

জন্মদিনে বঞ্চিত রয়ে গেলেন রবীন্দ্রনাথ। তার মূর্তিতে পড়লো না ফুলের মালা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে রবীন্দ্র ভবন সংস্কার করা হচ্ছে বলে, ভবনের অন্যপ্রান্তে পালন করা হয়েছে রবীন্দ্রজয়ন্তী।