সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়েরা বি’য়ে’র আগে এইসব জিনিসগুলো Google-এ সা’র্চ করেন, জানলে অ’বা’ক হবেন

এখন চলছে শ্রাবণ মাস। আর এই মাস হল বিয়ের মাস। শ্রাবণ মাস জুড়ে বিয়ে লেগেই থাকে। বিয়ে মানে যে শুধু দুজন মানুষের মিলন তাই নয়, দুটি পরিবার ভেঙে একটি পরিবারে পরিণত হয়।

একটি বিয়ে অনুষ্ঠিত হওয়ার আগে সেটাকে ঘিরে কত রকম প্লানিং চলে। কেনাকাটা নিয়ে অনেক দিনই ব্যস্ত হয়ে পড়ে দুটি পরিবারের মানুষজন। মেয়েদের মনেও চিন্তা থাকে যে সে এক বাড়ি থেকে আর এক বাড়িতে যাবে।

তারা কেমন ধরনের মানুষ হবে? স্বামীও বা কেমন হবে? তবে এইসবের পাশাপাশি মেয়েরা গুগলে যে জিনিসগুলো সার্চ করেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন।

১) এখন হলো ইন্টারনেটের যুগ। সবকিছুর উত্তর রয়েছে এই ইন্টারনেটের মধ্যে। বিয়ের আগে মেয়েরা যে সমস্ত জিনিস গুগলে সার্চ করে তার তালিকায় প্রথম যেটি রয়েছে সেটি হল গর্ভনিরোধক ব্যবস্থা। মেয়েরা গুগুলে সার্চ করে কিভাবে বিয়ের পর তারা গর্ভ নিরোধকের ব্যবস্থা কি কি উপায়ে নিতে পারবে? গর্ভনিরোধক পিল খাওয়ার নিয়মই বাকি?

আরো পড়ুন: শুধু পরিচিত ব্যক্তিদের নয়, স’ব সোশ্যাল মিডিয়া Account একে একে যাচাই ক’রা হো’ক: কেন্দ্র

২) বিয়ের পরে আর একটি সুন্দর মুহূর্ত হলো মধুচন্দ্রিমা। এই মধুচন্দ্রিমায় গিয়ে মেয়েরা কিভাবে সাজবে, কোথায় যাবেন, এছাড়াও মধুচন্দ্রিমা স্থানটা ঠিক করার কাজে তারা ব্যস্ত হয়ে পড়ে।

৩) হিন্দু বিয়ের রীতি অনুসারে বিয়ের এক বছরের মধ্যে চুলকাটা নিষিদ্ধ। তাই বিয়ের আগে মেয়েরা google এ সার্চ করে দেখে যে তারা কোন হেয়ারকাটটি বেছে নেবে। এছাড়াও বিয়ের অনুষ্ঠানে কি মেকআপ ব্যবহার করবে সেটিও তারা দেখতে থাকে।

৪) বিয়ের পর শাড়ির সাথে কোন ম্যাচিং ব্লাউজ পড়বে, সেই জন্য মেয়েরা বিভিন্ন শপিং সাইটগুলিতে অনেকটা সময় অতিবাহিত করে।

৫) বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে শশুর শাশুড়ির মন জয় করার জন্য মেয়েরা বিয়ের আগেই বিভিন্ন রেসিপি অনলাইন থেকে শিখতে থাকে।