সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সূর্যে নতুন করে ঝ’ড় উ’ঠে’ছে! পৃথিবীর বু’কে আ’ছ’ড়ে পড়ার সম্ভাবনা! স’ত’র্ক করলো নাসা

শক্তিশালী সৌর ঝড়ের সতর্কতা জারি করল নাসা যা সরাসরি পৃথিবীর উপর আছড়ে পড়ার মতো ভয়াবহ বিষয়টি উঠে আসছে, যে খবরে আতঙ্কিত আমরা সকলেই। একেই সূর্যের তাপে তীব্র দাবদাহের সৃষ্টি হয়েছে পৃথিবীতে তার ওপরে এই সৌরঝড় কি আনতে চলেছে তা ভেবেই শিউরে উঠছেন সকলে।

এই সৌরঝড় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলেই অনুমান কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে সারা বিশ্বকে একমাত্র চালনা করছে প্রযুক্তি, সে প্রযুক্তির ওপর মারাত্মক ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সম্ভবত বৃহস্পতিবারই আছড়ে পড়তে পারে পৃথিবীতে।

তবে তার আগে জেনে নেওয়া দরকার কি এই সৌর ঝড়? সৌর ঝড় হল সূর্যের আবহাওয়া মন্ডলের বাইরের অংশ। যার নাম করোনা এই করোনা তৈরি হয় ইলেকট্রন প্রোটন ও অন্যান্য কণার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দিয়ে।

আরো খবর: আপনি প্রতিদিন আপেল খাচ্ছেন? উ’ল্টে শ’রী’রে’র ক্ষ’তি করছেন না তো?

যখন এই চৌম্বক শক্তি কে সূর্যের ভিতরের শক্তি বিপুল বিস্ফোরণ ঘটিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় করণাল মাস ইজেকশন।সেই শক্তি মূলত সৌরশিখার ছটায় বাইরে বেরিয়ে আসে এবং মহাকাশে সেটি সৌর ঝড় হয়ে দেখা যায়।

তবে এই সৌর ঝড়ের ক্ষতির দিকও রয়েছে প্রচুর। পৃথিবীর উপর আছড়ে পড়লে বহুল ক্ষতি হতে পারে। বিভিন্ন জায়গাকার বেতার যোগাযোগ জিপিএস সংযোগ এমনকি সরাসরি মোবাইল নেটওয়ার্কের উপরও প্রভাব পড়তে পারে এই সৌরঝড়।

এই ঝড় বেশিক্ষণ স্থায়ী হলে ট্রান্সফরমারের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে সাথে ভোল্টেজের সমস্যা হতে পারে বলে জানা যাচ্ছে।