সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গাড়ির বা’জা’রে নয়া বি’প্ল’ব, মাত্র ৫ লাখ টাকায় ইলেক্ট্রিক গাড়ি ল’ঞ্চ হ’চ্ছে ভারতে, আজই বু’ক করুন

নামীদামি থেকে শুরু করে স্টার্ট-আপ গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ভারতের বাজারে একের পর এক ইলেকট্রিক স্কুটার, বাইক ও গাড়ি লঞ্চ করছে। দেশের বাজারের জন্য নিজেদের প্রথম ইলেকট্রিক গাড়ির কথা ঘোষণা কল মুম্বইয়ের গাড়ি প্রস্তুতকারী সংস্থা PMV ইলেকট্রিক।

এই সংস্থা আগামী 16 নভেম্বর নিজেদের এই নতুন গাড়িটি দেশের বাজারে লঞ্চ করতে চলেছে । বিশেষ শহরাঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য ই তৈরি করা হয়েছে এই নতুন EaS-E নামক ইলেকট্রিক গাড়িটি। মোট তিনটি ভ্যারিয়েন্টে এই গাড়িটি দেশের বাজারে লঞ্চ করা হবে বলেই জানানো হয়েছে সংস্থার তরফে।

এছাড়াও, মধ্যবিত্তের একেবারেই সাধ্যের মধ্যেই রাখা হচ্ছে এই গাড়িটির দাম। নতুন এই ইলেকট্রিক গাড়িতে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত রেঞ্জ। একটি সিঙ্গেল চার্জে 200 কিমি অতিক্রম করতে পারবেন এই গাড়িতে। এই গাড়িতে একটি 10 KWH-এর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি থাকতে চলেছে বলেই জানিয়েছে এই সংস্থা।

আরো পড়ুন: আজ সোমবার, জানুন দিনটি আপনার প’ক্ষে কেমন কা’ট’বে, দেখুন রাশিফল (07.11.2022)

এই গাড়ির ইলেকট্রিক মোটর থেকে আপনি পেয়ে যাবেন 20 HP-র পাওয়ার। এছাড়াও এই গাড়িতে থাকতে চলেছে একটি কমপ্যাক্ট ‘স্মার্ট কার’-এর ডিজাইন। এই গাড়িতে থাকতে চলেছে একটি ক্ল্যাম্পশেল বনেট, চৌক গ্রিল, LED DRL ও গোলাকার LED হেডল্যাম্প।