সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইন্ডিয়া গেটে ব’স’বে নেতাজির বিশাল মূ’র্তি, কে তৈরি করবেন? জানুন শিল্পীর পরিচয়

রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে এবার বসতে চলেছে বীর বিপ্লবী বঙ্গসন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। সত্যিই দারুন খবর, একটা সময় যেখানে ১৯৬৮ পর্যন্ত বৃটেনের রাজা পঞ্চম জর্জের মূর্তি ছিল, সেখানে এবার প্রস্তুত রয়েছে বঙ্গসন্তান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। পেটে দারুণভাবে উৎফুল্ল দেশবাসী। কেন্দ্রের তরফ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই , বিভিন্ন মহলে বিভিন্ন কথা ভেসে আসছে। বিশেষ করে রাজনৈতিক মহলে এই নিয়ে দারুণ প্রশ্ন উঠছে। কিন্তু যে মূর্তি নিয়ে এই প্রশ্ন,তার কারিগর কে জানেন?

রাত পোহালেই 23 শে জানুয়ারি, নেতাজির 125 তম জন্ম শতবার্ষিকী। এই জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হতে চলেছে বিভিন্ন প্রোগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূর্তি উন্মোচন নিয়ে অনেক আগেই বার্তা দিয়েছেন, সুভাষচন্দ্র বসুর বিশাল আকার হলোগ্রাম মূর্তি উন্মোচিত হবে দিল্লির ইন্ডিয়া গেটে। জানা গিয়েছে মূর্তির উচ্চতা 28 ফুট এবং চওড়া 6 ফুট। এই বিশাল আকার মূর্তির মাধ্যমে পুরো দেশবাসী ঋণ স্বীকার এর প্রতীক হিসেবে চিহ্নিত হতে চলেছে।

অদ্বৈত গড়নায়ক। ছবি সৌজন্য ফেসবুকে অদ্বৈত গড়নায়কের প্রোফাইল।

জাতীয় মর্ডান আর্ট গ্যালারির ডিরেক্টর জেনারেন অদ্বৈত গড়নায়ক, এই মূর্তি গড়ার ভার নিয়েছেন। তার এই মূর্তি গড়া নিয়ে শিল্পী জানিয়েছেন, আমি দারুণ খুশি এবং সম্মানিত যে আমাকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। নেতাজির মূর্তি তৈরি করা হবে গ্রানাইট পাথর দিয়ে যা আসবে তেলেঙ্গানা থেকে। এই মূর্তির উচ্চতা এতটাই যে সোজা রাইসিনা হিল থেকে স্পষ্ট দেখা যাবে।

তবে এর মধ্যে কিছুটা টুইস্ট রয়েছে, যতক্ষণ না আসল মূর্তি এসে সেই স্থানের পৌঁছাচ্ছে,আপাতত সেখানেই হলোগ্রাম মূর্তি বসানো হবে আর যেটা আগামীকাল 23 শে জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।