সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী হওয়ার পর কতো স’ম্প’ত্তি করেছেন নরেন্দ্র মোদি? দিলেন হিসেব

২০১৪ সাল থেকে সারা ভারতবর্ষের দায়িত্ব সামলেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ দেশের প্রধানমন্ত্রীর আসনে বসে তিনি। তার আগেও রাজনৈতিক জীবনে বহু গুরুদায়িত্ব এবং উঁচু পদ সামলেছেন তিনি। দেশের এহেন একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পদের পরিমাণ কত? সম্প্রতি প্রধানমন্ত্রী তরফ থেকে সেল্ফ ডিক্লারেশনে তার সম্পদের পরিমাণ তুলে ধরা হলো।

২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির মোট মূল্য ছিল ২ কোটি ৮৫ লক্ষ টাকা। চলতি বছরে তা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ টাকা। শেয়ারবাজারে মোদির কোনো শেয়ার নেই। নরেন্দ্র মোদী জানিয়েছেন ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে তার সঞ্চিত রয়েছে ৮ লক্ষ ৯০ হাজার টাকা। দেড় লক্ষ টাকার জীবন বিমা পলিসি আর L&T ইনফ্রাস্ট্রাকচার বন্ড হিসেবে রেখেছেন তিনি। ২০১২ সালে ২০ হাজার টাকা দিয়ে ওই বন্ড কিনেছিলেন তিনি।

গুজরাটের গান্ধীনগরে ভারতীয় ষ্টেট ব্যাংকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নামে ফিক্সড ডিপোসিট রয়েছে। যে কারণে গত বছরের তুলনায় এই বছরে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে। ৩১ মার্চ ২০২১ সালে ওই ফিক্সড ডিপোসিট ১ কোটি ৬০ লক্ষ টাকা থেকে বেড়ে ১.৮৬ কোটি টাকা হয়েছে। প্রধানমন্ত্রীর নিজস্ব কোনো গাড়ি নেই। তার কাছে সোনার চারটি আংটি রয়েছে। যার মোট মূল্য ১ লক্ষ ৪৮ হাজার টাকা।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও সম্পত্তি কেনেননি। ২০০২ সালে তার একমাত্র আবাসীয় সম্পদের মূল্য ছিল ১ কোটি ১ লক্ষ টাকা। যেখানে চারভাগের একভাগ হিসেবে মোট ১৪ হাজার ১২৫ বর্গফুটের সম্পত্তির মধ্যে প্রধানমন্ত্রী ভাগে ৩ হাজার ৫৩১ বর্গফুট সম্পত্তি রয়েছে।