সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ১০ মিনিট, ঠিকই শুনছেন, একদম দুয়ারে পৌঁ’ছে যা’বে ম’দ

কলকাতায় একটি স্টার্ট-আপ সংস্থা মাত্র ১০ মিনিটে মদ পরিষেবা চালু করল। মাত্র ১০ মিনিটে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে মদ। কলকাতায় এমনই পরিষেবা শুরু করল হায়দরাবাদের স্টার্ট-আপ Booozie

যা ইনোভেন্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। এই সংস্থার তরফে জানানো হয়েছে, এমনিতে অনলাইনে মদ ডেলিভারি নতুন কোনও বিষয় নেই। তবে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি এই প্রথম চালু হতে চলেছে।

পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতরের তরফে অনুমোদন পাওয়ার পর সেই পরিষেবা শুরু করা হয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, নিকটবর্তী দোকান থেকে Booozie মদের ডেলিভারি দেবে।

আরো পড়ুন: Kia গাড়ি একদম কিনবেন না, ১৯ লক্ষ টা’কা’র আবর্জনা, গাড়িতে পোস্টার লাগিয়ে প্র’তি’বা’দ

গ্রাহকদের চাহিদা এবং কেনার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। তবে, বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার উদ্যোগ করোনাকালে অনেক রাজ্যেই তা শুরু হয়েছিল।

কিছু রাজ্যে তা পাকাপাকি হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও কিছু সংস্থা এই সীমিত ভাবে এই পরিষেবা দিয়ে থাকে। তবে সে ক্ষেত্রে অনেক বেশি দাম দিতে হয় ক্রেতাদের।

আবগারি দফতর নতুন যে ব্যবস্থা করছে, তাতে বাড়িতে বসে মদ পেতে কতটা বেশি খরচ করতে হবে, তা অবশ্য এখনও জানা যায়নি।