সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পর্যটক বোঝাই নৌকায় উপর হুড়মুড়িয়ে ভে’ঙে পড়লো বি’রা’ট পাহাড়, নি’খোঁ’জ বহু, মৃ’ত ৫

বিপদের কথা কেউ বলতে পারে না। কখনো রাস্তায় বেরিয়ে বিপদ হতে পারে কখনো আবার বাড়িতে বসে। কিন্তু বিপদের কথা মাথায় রেখে চলা যায় না সব সময়। তাই জীবনের প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে আমরা চলি নিজের মতো। এমন সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন বেশ কয়েক পর্যটক। পর্যটকদের সামনে পাহাড়ের একাংশ ভেঙে পড়ে হঠাৎ। চোখের সামনে হ্রদের জলে মৃত্যু হয়ে যায় পাঁচজন পর্যটকদের।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফুর্নাস হ্রদে। শিউরে ওঠা এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। পর্যটকদের অন্যতম আদর্শের কেন্দ্রবিন্দু এই হদ। পাহাড়ের গা বেয়ে নেমে আসে ঝরনা দেখতে ভিড় করেন অনেকেই। শনিবার এই হ্রদে নৌকায় চেপে তেমনই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন বহু পর্যটক।

হঠাৎই ছোট ছোট পাথরের টুকরো পাহাড়ের গা বেয়ে নেমে আসে। পর্যটকরা এই বিষয়টি খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন। এই ঘটনার নেপথ্যে যে বড়োসড়ো কোনো কারণ থাকতে পারে তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। কয়েক সেকেন্ডের মধ্যেই আরো একটি বড় পাথর পাহাড়ের গা ঘেঁষে পড়তে শুরু করে দেয়।

পাহাড় থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পর্যটক এবং নৌকা চালকরা বিপদের আঁচ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যেতে শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। চোখের পলকে হুড়মুড়িয়ে নৌকা গুলির উপর ভেঙ্গে পড়ে পাহাড়ের একাংশ। তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় পর্যটকদের। এখনো বহু পর্যটক নিখোঁজ। স্থানীয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে, ৩২ জন পর্যটক আহত হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।