সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্র’ব’ল, আ’শ’ঙ্কা প্রকাশ হাওয়া অফিসের

আবারও নিম্নচাপের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোর অষ্টমী থেকে দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায়। মহালয়ার দিনে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যেন এক বৃষ্টি ‘অসুর’ দুর্গাপুজোর আনন্দ মাটি করতে উঠেপড়ে লেগেছে। তবে আসন্ন পুজোয় উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি ভালোই থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, উত্তর আন্দামান সাগরে আগামী রবিবার থেকে এক নিম্নচাপ হওয়ার সম্ভবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার দিন চারেকের মধ্যে তা এসে পৌঁছাবে ওড়িশা-অন্ধ্র উপকূলে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলীতে। অষ্টমী থেকে দশমীর মধ্যে সাত জেলা জুড়ে চলতে পারে বৃষ্টিপাত। তবে উত্তরবঙ্গের আবহাওয়া ঠিকঠাক থাকবে। সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বুধবারে একটি সাংবাদিক সম্মেলনে পুজোর দিনগুলিতে রাজ্যের আবহাওয়া সম্বন্ধে এমনটাই জানিয়েছেন সঞ্জীববাবু।

নিম্নচাপের কারণে ঘটে যাওয়া প্রবল বর্ষণে রাজ্যের জেলাগুলির অবস্থা এমনিতেই ভীষণ শোচনীয়। সেই সাথে জলাধার থেকে জল ছাড়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে উঠেছে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলাগুলির অনেকাংশে জল থইথই করছে। রাজ্যের এমন পরিস্থিতিতে ডিভিসিও কোনো কিছু না জানিয়ে জল ছেড়েছে। এমনই অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগের চিঠিও পৌঁছেছে। তার মধ্যে আবারও নিম্নচাপের আশঙ্কায় দিন গুনছে দক্ষিণ বঙ্গের মানুষ।