সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবার সা’থে কংগ্রেসের এক শ্রেণীর নেতারা অ’ন্যা’য় করেছিলেন, জন্মদিনে ক্ষো’ভ প্র’কা’শ নেতাজি কন্যার

নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিনে বাবার স্মৃতি রোমন্থন করলেন তার কন্যা অনিতা। তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝরে পড়লো তার গলায়। একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাত্কার দিতে গিয়ে তিনি বলেন নেতাজি একজন ধর্মপ্রাণ হিন্দু ছিলেন। তিনি কখনোই ধর্মের নামে নরহত্যা চাননি। তিনি বলেন তার বাবা চেয়েছিলেন দেশকে স্বাধীন করতে। তাই তিনি হিটলারের সঙ্গে হাত মিলিয়েছিলেন।

নেতাজি কন্যা আরো বলেন, তার বাবা কখনোই ফ্যাসিবাদের সমর্থক ছিলেন না। তার বাবা মুসোলিনির সঙ্গে দুবার দেখা করেছিলেন। কারণ তিনি চেয়েছিলেন জার্মানি, জাপান এবং ইতালি ভারতের স্বাধীনতার প্রস্তাবে স্বাক্ষর করে দিক। কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অনিতা বলেন, নেতাজির সঙ্গে অবিচার করেছে কংগ্রেসের একটি অংশ। গান্ধীজীও তখন নেহেরুকেই সমর্থন করেছিলেন। নেতাজি ছিলেন বিদ্রোহী প্রকৃতির। গান্ধীজী তাকে নিয়ন্ত্রণ করতে পারেননি।

অনিতা আরো বলেন, 125 তম জন্মদিনে দিল্লিতে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উদ্বোধনে তিনি মোদি সরকারের প্রতি বেশ খুশি হয়েছেন। মোদি সরকার দিল্লিতে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উদ্বোধনের কথা ঘোষণা করেছেন। ইন্ডিয়া গেটে যেখানে পঞ্চম জর্জের মূর্তি স্থাপন করা হয়েছিল সেখানে স্থাপিত হবে নেতাজির বিশাল মূর্তি। প্রধানমন্ত্রী আজ এই মূর্তি উদ্বোধন করেছেন। এই খবরে বেশ খুশি অনিতা।