সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অলিম্পিকে সোনার পদকে ক’তো প’রি’মা’ণ সো’না থাকে? জানুন মূ’ল্য

শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিক। ইতিমধ্যেই ভারত জিতে নিয়েছে একটি রুপা এবং একটি সোনা। আজ টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিন। আরো একবার প্রতিযোগিরা উঠে পড়ে লেগেছেন স্বর্ণপদক অথবা রৌপ্য পদক জয়ের জন্য। কিন্তু আজ এই প্রতিবেদনে কোন প্রতিযোগিতা নিয়ে কথা বলবো না আমরা। আজ আমরা কথা বলবো যে সমস্ত সোনার এবং রুপোর পদক প্রতিযোগিরা কঠোর পরিশ্রম করে অর্জন করেন তার বাজারে কত দাম।

যে সোনার পদক টি প্রতিযোগিরা অর্জন করেন তার ওজন থাকে পাঁচশো পঞ্চান্ন গ্রাম। এবং রুপোর এবং ব্রোঞ্জ পদক এর ওজন হয় যথাক্রমে ৫৫০ গ্রাম এবং ৪৫০ গ্রাম। সোনার পদকের ওজন অনুযায়ী বাজারচলতি দাম হওয়া উচিত প্রায় ২৬ লাখ ৩০ হাজার টাকা কিন্তু মজার কথা হল এই পদটি যদি কেউ বিক্রি করতে যায় বাজারে তাহলে সে দাম পাবে মাত্র ৬৫ হাজার ৭৯০ টাকা।

কেন? আসলে পদকের সোনার ভাগ থাকে মাত্র ৬ গ্রাম বাকি পুরোটাই থাকে রূপো। তাই বাজারে বিক্রি করতে গেলে শুধুমাত্র সোনার দাম পাবে বাকি রুপোর দাম কিছুই পাবে না। নিঃসন্দেহে এই সোনার পদক অথবা রুপোর পদক এর দাম ১ জন প্রতিযোগীর কাছে অমূল্য রতনের থেকে কম নয়। কিন্তু এই পদকের বাজারচলতি দাম একেবারেই ন্যূনতম।