সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়ান সেনা স’র’ছে ইউক্রেন থে’কে, তবে শান্তি কা’য়ে’ম হ’চ্ছে দুদেশের ম’ধ্যে?

ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারে নির্দেশ দিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। নিপ্রো নদীর অপরপারে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার জন্যও বলা হয়েছে। এদিকে বিশেষজ্ঞদের মতে ৯ মাস ধরে টানা যুদ্ধ চলছে।

তার মধ্যে এদিন রাশিয়ার এই পদক্ষের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটাকে টার্নিং পয়েন্ট বলেও মনে করছেন অনেকে। টেলিভিশনে সম্প্রচারিত খবর অনুসারে জেনারেল সের্গেই সুরোভিকিন জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিপ্রো নদীর বাঁ তির বরাবর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি একটি ম্যাপ দেখিয়ে এই নির্দেশ দেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি এটা খুব কঠিন সিদ্ধান্ত। কিন্তু এটা আমাদের মনে রাখতে হচ্ছে যে আমাদের সেনাদের জীবনটাও খুব গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: শনিবার থেকেই বাংলার তাপমাত্রা উল্লেখযোগ্য ভা’বে ক’ম’বে, কি বলছে হাওয়া অফিস?

এদিকে খেরসন শহরের নামে একটি রিজিয়নও আছে। যে চারটি রিজিয়নকে রাশিয়ার প্রেসিডেন্ট নিজেদের আওতায় বলে ঘোষণা করেছিলেন তার মধ্যে খেরসনের নামে রিজিয়নটাও রয়েছে।