সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে স্কুল খোলা হ’বে কি হবে না আজই চূ’ড়া’ন্ত সিদ্ধান্ত নেবেন মমতা

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত নভেম্বরে বাংলায় খোলা হয়েছিল স্কুল। কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় নতুন বছর পড়তেই ফের স্কুলের দরজা বন্ধ হয়েছে। এই সময়ে স্কুল খোলার দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থতিতে কি ভাবছে রাজ্য? কবে থেকে খোলা হতে পারে স্কুল।

এবে সব ঠিকঠাক থাকলে রাজ্যে স্কুল খোলা শুধু সময়ের অপেক্ষা। শিক্ষা দপ্তরের কর্তারা মনে করছেন, বৃহস্পতিবার এ বিষয়ে সবুজ সংকেত আসতে পারে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ঘনিষ্ঠ মহলে আলোচনাও করেছেন। সরস্বতী পুজোর আগে আংশিক ক্লাস শুরু করা নিয়েও আলোচনা চলছে।

করোনার জেরে ২০২০ সালের মার্চ মাস থেকেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ২০২১-এর ১৫ নভেম্বর থেকে স্কুল চালু হলেও সংক্রমণ বাড়তে থাকায় গত ৩ জানুয়ারি থেকে বন্ধ হয় স্কুল। দীর্ঘদিন ধরে বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে থাকায় পড়ুয়ারা মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। একথা স্বীকার করেছে বিকাশ ভবন। তাই পড়ুয়াদের মন ফেরাতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।