সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্বালানির পর এবার এই জিনিসগুলোও স’স্তা হচ্ছে, দা’ম ক’মা’লো মোদি সরকার

পেট্রোল-ডিজেল ও এলপিজি ছাড়া ইস্পাত ও সিমেন্টের দাম সস্তা হবে। শনিবারে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, কিছু ইস্পাত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে।

এদিন নির্মলা আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সিলিন্ডার পিছি ২০০ টাকা ভর্তুকি দেবে। তিনি জানিয়েছেন এই দেশে উজ্বলা যোজনার গ্রাহক সংখ্যা প্রায় ৯ কোটি মানুষ।

নির্মলা বলেছেন, বিশ্বব্যাপী সারের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন বাজেটে ১.০৫ লক্ষ কোটি টাকার সার ভর্তুকি দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মাদুরাইয়ের দম্পতিকে মা-বাবা হি’সে’বে মানবেন না দক্ষিণী সুপারস্টার ধনুশ, এবার নিলেন ব’ড়ো সি’দ্ধা’ন্ত

সীতারমণ আরও বলেছেন, ভারতে আমদানি নির্ভরতা যেখানে বেশি সেখানে প্ল্যাস্টিক পণ্যগুলির কাঁচামাল ও মধ্যস্থতাকারীদের ওপর শুল্র হ্রাস করেছে সরকার। ইস্পাতের কিছু কাঁচামাল আমদানি শুল্ক হ্রাস করা হবে। ইস্পাত পণ্যের ওপর রফতানি শুল্ক বাড়ানো হবে।

তিনি আরও বলেন, সিমেন্টের প্রাপ্যতা বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। এদিন নরেন্দ্র মোদীর সরকারের প্রশংসা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, তাদের সরকার প্রথম থেকেই দরিদ্রদের কথা মাথায় রেখে সরকার পরিচালনা করছে।

দরিদ্র কল্যাণে নিবেদিত  তাদের সরকারের জনকল্যাণমূলক নীতিগুলি। এই সরকারের গড় মূল্যস্ফীতিও কম বলে জানিয়েছেন তিনি।