সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

5G ইন্টারনেট চ’ল’বে ঝ’ড়ে’র গতিতে! কিন্তু ভারতে কতজন ব্যবহার করবে? রি’পো’র্টে বাড়ছে জ’ল্প’না

সবার মনে একটাই প্রশ্ন, কবে থেকে আসতে চলেছে ফাইভ জি। বিদ্যুৎ গতির ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য ইতিমধ্যেই অপেক্ষা করে রয়েছেন সকলে। কিন্তু এই মুহূর্তে অথবা আগামী তিন মাসের মধ্যে ভারতবর্ষে কতটা ফাইভ-জি roll-out করতে পারে তা দেখার অপেক্ষা।

4g থেকে ৫ g অনেকটাই এগিয়ে থাকবে তা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। কিন্তু ফাইভ-জি শুরু হওয়ার পর কত জন মানুষ 5g পরিষেবা নিমার জন্য নতুন স্মার্টফোন কিনবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই এই পরিস্থিতির রিয়ালিটি চেক করে দেখেছেন নোকিয়া সংস্থার একটি টিম।

এই মুহূর্তে দেশের 80% ডিভাইস ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট করে। পরিসংখ্যান দিয়ে নোকিয়া আরো জানাচ্ছে, দেশের মোট ৭৬৫ মিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ৭৪২ মিলিয়ন মানুষ ফোরজি নেটওয়ার্ক এর উপর ভরসা করেন।

আরো পড়ুন: গাড়ি মেরামত হ’বে মাত্র ৫০০ টা’কা’য়! দারুন অ’ফা’র নি’য়ে হা’জি’র Maruti

নোকিয়া এমবির রিপোর্টের নবতম সংস্করণে এমনই তথ্য উঠে এসেছে সকলের সামনে। এই তথ্য থেকে আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারতের 50 আত্মপ্রকাশ যথেষ্ট উত্তেজনা পূর্ণ হবে। কিন্তু দেশের অধিকাংশ মানুষ আগামী কয়েকটা বছর আপাতত ফোরজি সিম এর উপর ভরসা করে থাকতে চাইছে।

ফাইভ-জি নেটওয়ার্ক ইস্পিড স্বাভাবিকভাবেই অনেকটাই বেশি হবে কিন্তু তার পরেও কেন দেশবাসীর এমন মনোভাব হচ্ছে তার সব থেকে বড় কারণ হল, দেশের টেলিকম সংস্থার পক্ষ থেকে এখনও ভাবে পরিষ্কার ভাবে জানানো হয়নি, ফাইভ-জি রিচার্জ প্ল্যানের জন্য কত টাকা খরচ করতে হবে আমাদের।

ফাইভ-জি প্লেনের খরচ সম্পর্কে টেলিকম সংস্থা গুলি কোন কথা না বললেও ফোরজির থেকে তার খরচ বেশি হবে তা পরিষ্কার।এই বর্ধিত মূল্যের জন্য আপাতত মানুষ 4g পরিষেবার ওপর নিজেদের ভরসা বজায় রাখতে চাইছে। যেভাবে বর্ধিত মূল্য আমাদের সমস্যায় ফেলতে সেখানেই আরো একবার ফাইভ-জি নেটওয়ার্ক এর জন্য খরচ করতে চাইছে না কেউ অর্থ।