সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে ফে’র উ’দ্বা’র ৪০ লক্ষ টা’কা’র সোনা! শনিবার সকালে ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য

৪০ লক্ষ টাকার সোনার বাজেয়াপ্ত করা হল কলকাতা বিমানবন্দর থেকে। একদিনই দুই বার লক্ষাধিক টাকার সোনা বাজেয়াপ্ত করেন বিমান বন্দরে শুল্ক দফতরের আধিকারিকেরা।

শুক্রবার রাতে প্রায় হাজার গ্রাম সোনা বাজেয়াপ্ত করে চারজন যাএীর থেকে, তারপর ওই দিন রাতেই আবার কলকাতার বিমানবন্দর থেকে দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা।

খবর সূত্রে জানা গেছে, এক যাত্রীর থেকে পাওয়া গেছে ২৪ ক্যারেটের ৫৩৯.১ গ্রাম সোনা আর একজনের থেকে পাওয়া গেছে ২২৮.৫ গ্রামের রুপোর চেন এবং বালা।

আরো পড়ুন: ডিজেলে লিটার প্র’তি ভর্তুকি ৬০ টা’কা! এই সাবসিডি পে’তে আবেদন করছে কৃষকরা

বাজেয়াপ্ত করা এই সোনা রুপোর দাম বর্তমান বাজারে ৪০ লক্ষ টাকার কাছাকাছি। যেভাবে প্রতিনিয়ত ও সোনা উদ্ধারের ঘটনা ঘটছে তাতে প্রশাসন একপ্রকার চিন্তিত। ২৪শে জুলাই কলকাতা বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

বিমানের আসনের নিচ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয় যার বাজারের মূল্য ২০ লক্ষ টাকার কাছাকাছি। যা দেখে চমকে যায় বিমানবন্দর আধিকারিক রা। এর পরের শনিবার আবার উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা।

বিমানবন্দর থেকে ক্রমাগত এ ধরনের সোনা উদ্ধার ভাবাচ্ছে বিমানবন্দরের আধিকারিকদের। যেভাবে কলকাতা থেকে সোনা পাচার করা হচ্ছে পৃথিবীর গোটা দেশে,প্রশ্ন উঠছে তাহলে কি সোনা পাচারের ক্ষেত্রে এখন দুষ্কৃতীরা বিমানবন্দরকেই বেছে নিচ্ছেন?